
যুদ্ধবিরতির পর আবার শুরু হচ্ছে আইপিএল। তবে ফাইনালের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথম সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। কিন্তু নয়া সূচিতে এখনও কোনও ভেন্যু নির্ধারিত হয়নি। সিএবি চাইছে ফাইনাল কলকাতাতেই হোক।
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার জেরে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবার শুরু হতে চলেছে। যুদ্ধবিরতির পর, বিসিসিআই ঘোষণা করেছে যে ১৭ মে থেকে আইপিএল পুনরায় চালু হবে।
৮ মে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বাতিল হওয়ার পরই লিগ স্থগিত করা হয়েছিল। সংশোধিত সূচি অনুযায়ী, এবারের ফাইনাল ২৫ মে-র পরিবর্তে অনুষ্ঠিত হবে ৩ জুন।
তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ফাইনালের ভেন্যু। প্রাথমিকভাবে ধারণা ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই হবে ফাইনাল।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সূত্রে জানা গেছে, তারা ফাইনাল ইডেনে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। RevSportz-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সিএবি আঞ্চলিক ও ভারতীয় আবহাওয়া দফতরের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিসিসিআই-এর কাছে জমা দিয়েছে। তাদের মতে, এত আগে ৩ জুনের আবহাওয়া সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয় এবং কেবলমাত্র সম্ভাব্য বৃষ্টির আশঙ্কার ভিত্তিতে ভেন্যু পরিবর্তন যুক্তিসঙ্গত নয়।
সিএবি-র এক কর্তা বলেন, “আমরা আশাবাদী যে সবকিছু ঠিকঠাক হবে। আমরা আয়োজনের জন্য যথেষ্ট প্রস্তুত। তাড়াতাড়ি আবহাওয়ার পূর্বাভাস দিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া অনুচিত।”
১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল আবার শুরু হবে। সংশোধিত সূচিতে ছয়টি শহরে হবে লিগের বাকি ম্যাচগুলো: বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, আহমেদাবাদ ও মুম্বাই। প্লে-অফ ম্যাচগুলোর নির্দিষ্ট ভেন্যু ও সময়সূচি শিগগিরই বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন