
আইপিএল ২০২৫-র দ্বিতীয় পর্ব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি মরসুম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
দলের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মইন আলির হঠাৎ এই সিদ্ধান্তে কেকেআর টিম ম্যানেজমেন্ট চাপে পড়েছে। তাঁর অভিজ্ঞতা ও স্পিন বোলিং দলের ভারসাম্যে বড় ভূমিকা রাখত। এই অবস্থায় বিকল্প বিদেশি ক্রিকেটার খোঁজার চেষ্টা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া, দলের আর এক বিদেশি খেলোয়াড় রভম্যান পাওয়েল চোটে ভুগছেন। আইপিএল-র দ্বিতীয় পর্যায় শুরুর আগে তিনি পুরোপুরি ফিট হবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পাওয়েল বর্তমানে বেঙ্গালুরুতে দলের সঙ্গেই রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে।
এই মুহূর্তে কেকেআরের শিবিরে রয়েছেন কুইন্টন ডি’কক, স্পেন্সার জনসন, এবং আফগান উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ। দল ইতিমধ্যেই বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করেছে। আগামী শনিবার কেকেআর মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন