IPL 2025: বাংলাদেশি মুস্তাফিজুরকে দলে নেওয়ার জের! দিল্লি ক্যাপিটালসকে 'বয়কটে'র ডাক নেটিজেনদের

People's Reporter: এক্স মাধ্যমে একজন লেখেন, একজন দিল্লিবাসী হিসেবে, আমি দিল্লি ক্যাপিটালসকে সমর্থন করব না।
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমানছবি - দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ
Published on

বুধবার দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে দলে নেওয়ার খবর প্রকাশ করে। জান যায়, চলতি আইপিএল-এ অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে দলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর। যদিও বাংলাদেশ বোর্ডের কারণে দিল্লির হয়ে আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই আবহে সমাজমাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক দিচ্ছে নেটিজেনরা।

এক্স মাধ্যমে একজন লেখেন, "একজন দিল্লিবাসী হিসেবে, আমি দিল্লি ক্যাপিটালসকে সমর্থন করব না। দিল্লি ক্যাপিটালসের জন্য লজ্জা! তারা কীভাবে এমন একটি দেশ থেকে খেলোয়াড়দের বেছে নিতে পারে যেখানে ভারতবিরোধী কণ্ঠস্বর ক্রমশ বাড়ছে এবং পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থন রয়েছে???"

আরেক জন এক্স ব্যবহারকারী লেখেন, "হ্যাঁ বয়কট করলাম, দিল্লি ক্যাপিটালসের জন্য লজ্জা! যারা ভারতের বিরুদ্ধে দাঁড়ায় আমরা তাদের বিরুদ্ধে।"

অন্য একজন লেখেন, "যদি বিসিসিআই এবং ভারত সরকার বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ না করে থাকে, তাহলে দিল্লি ক্যাপিটালসকে দোষারোপ কেন ???? দিল্লি ক্যাপিটালসের উপযুক্ত খেলোয়াড় বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। যদি আপনি প্রতিবাদ করতে চান। বিসিসিআই এবং ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করুন।"

উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। আইপিএল-এর নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। কিন্তু কাউকে নেয়নি ১০ ফ্র্যাঞ্চাইজি। এবার ৬ কোটি টাকায় মুস্তাফিজুরকে নিয়েছে দিল্লি।

মুস্তাফিজুরের আইপিএল খেলা নিয়ে নাকি কোনও খবরই পায়নি বিসিবি। এমনকি মুস্তাফিজুরের তরফ থেকেও নাকি বাংলাদেশ বোর্ডের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। সংযুক্ত আরব আমিরশাহীতে ১৭ মে এবং ১৯ মে টি-২০ ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচে খেলতে পারেন তারকা পেসার। এখন দেখার তিনি আইপিএল খেলেন নাকি দেশের হয়ে সিরিজ খেলেন।

মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত ৫৭টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ৬১টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে তিনি ১০৬টি টি-টোয়েন্টি খেলেছেন, যার মধ্যে ১৩২টি উইকেট নিয়েছেন।

মুস্তাফিজুর রহমান
IPL 2025: ১১ জুন WTC ফাইনাল, প্লেয়ারদের IPL শেষের আগেই দেশে ফিরতে নির্দেশ দক্ষিণ আফ্রিকা বোর্ডের
মুস্তাফিজুর রহমান
Kylian Mbappe: এমবাপ্পের ঐতিহাসিক গোল! ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রিয়াল মাদ্রিদ তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in