
এস্পানিওলকে হারিয়ে নিজেদের ২৮তম লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। স্বপ্নভঙ্গ হল রিয়ালের। ২ ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়নের তকমা পেয়ে গেলেন ইয়ামালরা।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩ পয়েন্ট। হাতে ছিল ৩টি ম্যাচ। বৃহস্পতিবার মধ্যরাতে এস্পানিওলের বিপক্ষে নামে বার্সা। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন ইয়ামালরা। এস্পানিওলও একাধিক চেষ্টা করলেও বার্সা গোলরক্ষক সেজনির কাছে ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে এস্পানিওলের রক্ষণভাগ চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত দুটি গোল হজম করে। ৫৩ মিনিটে প্রথম গোল করেন লামিনে ইয়ামাল এবং ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান ফারমিন লোপেজ।
এই জয়ের ফলে নিজেদের ২৮তম লা লিগা খেতাব জিতল বার্সেলোনা। ২০২২-২৩ মরসুমের পর ফের চ্যাম্পিয়ন হল কাতালানরা। বার্সা ২৮ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২৮ বার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করেছে। লা লিগার সবথেকে সফল ক্লাব হল রিয়াল। তারা মোট ৩৬বার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ২৬ বার দ্বিতীয় স্থানে শেষ করেছে।
উল্লেখ্য, বার্সেলোনা ৩৬ ম্যাচ খেলে ৮৫ পয়েন্ট সংগ্রহ করেছে বার্সা। এখনও বাকি দুটি ম্যাচ। যদিও সেগুলি নিয়মরক্ষার ম্যাচ। ভিয়ারিয়ালের সাথে আগামী রবিবার এবং অ্যাথলেটিক ক্লাবের সাথে খেলবে আগামী ২৫ মে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন