Luka Modric: ১৩ বছরের পথ চলার সমাপ্তি! রিয়াল মাদ্রিদকে বিদায় জানাতে চলেছেন লুকা মদ্রিচ
রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মড্রিচ। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপের পরই তাঁকে আর দেখা যাবে না রিয়ালের জার্সিতে।
রিয়াল মাদ্রিদের তরফ থেকে জানানো হয়েছে, "ক্লাবের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মড্রিচ ক্লাব বিশ্বকাপ ২০২৫ শেষে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৮ জুন থেকে শুরু হচ্ছে রিয়ালের ক্লাব বিশ্বকাপের যাত্রা।"
২০১২ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়ালে যোগ দেওয়া মড্রিচ গত এক দশকের বেশি সময় ধরে ক্লাবটির অন্যতম স্তম্ভ হয়ে রয়েছেন। ১৩টি মরসুমে তিনি রিয়ালের হয়ে জিতেছেন রেকর্ড ২৮টি শিরোপা। যার মধ্যে রয়েছে ৬টি ইউরোপীয় কাপ, ৬টি ক্লাব বিশ্বকাপ, ৫টি ইউরোপীয় সুপার কাপ, ৪টি লা লিগা শিরোপা, ২টি কোপা দেল রে এবং ৫টি স্প্যানিশ সুপার কাপ।
রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, "লুকা মড্রিচ চিরকাল মাদ্রিদের হৃদয়ে থাকবেন। তিনি শুধু একজন দুর্দান্ত ফুটবলারই নন, বরং ক্লাবের মূল্যবোধেরও প্রতীক।"
মড্রিচ বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়দের একজন। রিয়ালের হয়ে ৫৯০টি ম্যাচ খেলে ৪৩টি গোল করেছেন। তিনি মাত্র পাঁচজন খেলোয়াড়ের একজন যিনি ৬টি ইউরোপীয় কাপ জয় করেছেন। ব্যক্তিগত অর্জনের তালিকায় আছে ব্যালন ডি'অর (২০১৮), ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় এবং ৬ বারের ফিফপ্রো বিশ্ব একাদশে স্থান পাওয়া।
ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে ১৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মড্রিচ। তিনিই নিজের দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল এবং ২০২২ কাতার বিশ্বকাপে ব্রোঞ্জ বল জিতেছিলেন।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে লা লিগার শেষ ম্যাচে ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকরা মড্রিচকে সম্মান জানাবেন। সেটাই তাঁর আনুষ্ঠানিক বিদায় হবে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

