IPL: 'বাংলাকে বঞ্চনা করা হচ্ছে' - ইডেন থেকে IPL ফাইনাল সরানো নিয়ে ক্ষোভ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

People's Reporter: অরূপ বিশ্বাস বলেন, ৯৩ বছরের ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটা হয়নি। আবহওয়ার রিপোর্ট এর উপর ভিত্তি করে ম্যাচ সরিয়ে নেওয়া হল।
সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা
সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মাছবি - সংগৃহীত
Published on

আইপিএলের কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল ইডেন থেকে সরিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে গেছে বিসিসিআই। যার প্রতিবাদে সরব হল পশ্চিমবঙ্গ সরকার। সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

বৃহস্পতিবার অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে বলেন, '৯৩ বছরের ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটা হয়নি। আবহওয়ার রিপোর্ট এর উপর ভিত্তি করে ম্যাচ সরিয়ে নেওয়া হল। আমি ভারতের আবহাওয়া দফতরের রিপোর্ট নিয়ে এলাম। ৭ দিনের আগে আবহাওয়া দফতর পূর্বাভাস দিতে পারে না। সেখানে আমেরিকার পূর্বাভাস মেনে আমাদের ভারতের আবহাওয়াবিদদের ছোট করা হল।'

তিনি আরও বলেন, 'ওই রিপোর্টে কি বলা আছে ফাইনালের দিন আহমেদাবাদে বৃষ্টি হবে না? আসলে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে। বড়ো বড়ো সব টুর্নামেন্টের ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিতে হবে। গত ৩ বছরে দুটো ফাইনাল হয়েছে আহমেদাবাদে। আসলে এখানেও বাংলাকে বঞ্চনা করার চেষ্টা। বাংলার মানুষকে বঞ্চনা করার চেষ্টা। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে, এখানেও করা হল। আমরা তীব্র প্রতিবাদ জানালাম।'

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন নিরাপত্তার কারণে ইডেনে ফাইনাল দেওয়া হয়নি। সুকান্ত মজুমদারের দাবিও খারিজ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাস কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন। মনোজ বলেন, 'কলকাতায় নিরাপত্তার কোনও অসুবিধা নেই। ৭ টা ম্যাচ হয়েছে খুব সুষ্ঠুভাবেই। শুধু রামনবমীর জন্য একটা ম্যাচ অন্যদিন করা হয়। সেটাও ভালোভাবেই হয়।'

সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা
BCCI: অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড দলের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা ভারতের! অধিনায়ক আয়ুষ মাত্রে, রয়েছেন বৈভবও
সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা
UEFA Europa League: ৪০ বছর পর ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম! ফের ব্যর্থ ম্যান ইউ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in