Nicholas Pooran: ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিকোলাস পুরানের!

People's Reporter: সমাজমাধ্যমে পুরান জানান, অনেক চিন্তাভাবনা এবং প্রতিফলনের পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।
নিকোলাস পুরান
নিকোলাস পুরানছবি - সংগৃহীত
Published on

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেই দেখা যাবে তাঁকে।

সমাজমাধ্যমে পুরান জানান, "অনেক চিন্তাভাবনা এবং প্রতিফলনের পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে খেলাটি ভালোবাসি তা অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। মেরুন জার্সি পরে মাঠে নামা, একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া, এই সমস্ত কিছু আমার কাছে আসলে কী বোঝায় তা ভাষায় প্রকাশ করা যাবে না। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার কাছে সবসময়ই আনন্দের ছিল।"

তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। কঠিন সময়গুলিতে আপনারা আমার পাশে থেকেছেন। আর ভালো মুহূর্তগুলি একসাথে উদযাপন করেছেন। আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সতীর্থদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার কেরিয়ারের আন্তর্জাতিক অধ্যায়টি শেষ হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। আগামীদিনে আমি দলের সাফল্য কামনা করি"।

উল্লেখ্য, ত্রিনিদাদের এই খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৭টি ম্যাচ খেলেছেন। ৯৯.১৫ স্ট্রাইক রেটে ৩৯.৬৬ গড়ে ১৯৮৩ ওয়ানডে রান এবং ১৩৬.৩৯ স্ট্রাইক রেটে ২২৭৫ টি-টোয়েন্টি রান করেছেন, যা ওয়েস্ট ইন্ডিজের একজন খেলোয়াড়ের সর্বোচ্চ।

২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছিলেন। দুই বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাঁর সিনিয়র দলে অভিষেক ঘটে। ২০১৮ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০২১ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকে ক্যারিবিয়ান দলের সহ-অধিনায়ক মনোনীত করা হয় এবং ২০২২ সালে ৬ মাস ধরে সাদা বলের দুই ফর্ম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন পুরান।

নিকোলাস পুরান
WTC Final: ১১ জুন থেকে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিজয়ী দলের পুরস্কার মূল্য কত জানেন?
নিকোলাস পুরান
IND vs ENG: ইংল্যান্ড সিরিজে ভারতের তুরুপের তাস হতে পারেন কুলদীপ! ভবিষ্যদ্বাণী প্রাক্তন অজি তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in