
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল থেকে শ্রেয়াস আইয়ারের বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইকে কার্যত স্পষ্ট বার্তা দিলেন যে, শ্রেয়াস দল থেকে বাদ পড়ার মতো ক্রিকেটার নন।
গোটা মরসুম ভালো খেলেও ভারতীয় টেস্ট স্কোয়াডে শ্রেয়াসের জায়গা না হওয়া নিয়ে সমালোচনা এখনও থামেনি। এবার সরব হলেন সৌরভ গাঙ্গুলি। রেভস্পোর্টজকে তিনি জানান, "গত এক বছর ধরে শ্রেয়াস তাঁর সেরাটা দিয়েছেন এবং এই দলে থাকা উচিত ছিল। গত এক বছর তাঁর দুর্দান্ত কেটেছে। তিনি বাদ পড়ার মতো খেলোয়াড় নন। তিনি এখন চাপের মধ্যে রান করছেন, দায়িত্ব নিচ্ছেন, শর্ট বল ভালো খেলছেন। যদিও টেস্ট ক্রিকেট ভিন্ন। আমি হলে তাঁকে এই সিরিজে রাখতাম। যাতে তিনি দেখাতে পারেন যে তিনি কী করতে পারেন।"
ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য শ্রেয়াস আইয়ারের বাদ পড়া নিয়ে বিশেষ কিছু বলেননি। সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তিনি নির্বাচক নন। পাশাপাশি এও বলেছিলেন, ভালো ফর্মে থাকলে পরে অবশ্যই সুযোগ দেওয়া হবে। সে যে কেউ হতে পারে।
টেস্ট দল ঘোষণার সময় মুখ্য নির্বাচক অজিত আগরকর শ্রেয়াস প্রসঙ্গে বলেছিলেন, 'ভালো খেলেছে। তবে টেস্ট দলে জায়গা নেই।' এর বেশি কিছু বলেননি তিনি। একইভাবে সরফরাজ খানের বাদ পড়া নিয়ে অজিত জানিয়েছিলেন, "এমন নয় যে আমরা তাঁকে নিতে চাইনি। কিন্তু বিভিন্ন ভেন্যু অনুযায়ী স্কোয়াড নির্বাচন করতে হয়। শুধু তো সরফরাজ নন আরও অনেকেই বাদ গেছেন। খেলবেন তো মাত্র ১১ জন। কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হয়। সেটাই নেওয়া হয়েছে।"
উল্লেখ্য, ২০২৪-২৫ মরসুমে রঞ্জিতে ৪৮০ রান করেছিলেন শ্রেয়াস আইয়ার। তাঁর গড় ছিল ৬৮.৫৭। সৈয়দ মুস্তাক আলি ট্রফিও জেতেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন তিনি। এমনকি ২০২৫ আইপিএল-এ পাঞ্জাবকে ফাইনালে তোলার পিছনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের হয়ে তিনি সবথেকে বেশি রান করছিলেন। তারপরেও তাঁকে টেস্ট দলে রাখা হয়নি।
ভারতীয় টেস্ট স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক এবং সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমণ্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক) , ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন