
প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল ব্রাজিল। পাশাপাশি পেরুর সাথে ড্র করে পঞ্চমবারের জন্য বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইকুয়েডর।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ব্রাজিলকে জেতালেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৪৪ মিনিটের মাথায় জয়সূচক গোলটি আসে। এই জয়ের ফলে বিশ্বকাপ যোগ্যতা অর্জনে আর বাধা থাকলো না আনচেলত্তির দলের কাছে। এই জয়ের মাধ্যমে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে নিজের প্রথম জয় পেলেন।
ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে কিছুটা লড়াইয়ে ফেরে। ব্রাজিলের জয়ে প্যারাগুয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর ধাক্কা খেল। ব্রাজিলই একমাত্র দেশে যারা ১৯৩০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সমস্ত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে।
নিও কুইমিকা এরিনায় টানা তৃতীয়বার জয় দিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। এর আগে ২০১৭ সালে প্যারাগুয়ের বিরুদ্ধে জয় পেয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ, ২০২১ সালে কলম্বিয়ার বিরুদ্ধে জয় পেয়ে কাতার ২০২২ বিশ্বকাপ এবং এবার ২০২৬ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ব্রাজিল।
অন্যদিকে, পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে পঞ্চমবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। পেরুর আক্রমণভাগ চেষ্টা করেও ইকুয়েডরের ডিফেন্স ভাঙতে পারেনি, এমনকি প্রতিপক্ষের এক খেলোয়াড় কম থাকা সত্ত্বেও। ম্যাচ শেষে সেবাস্তিয়ান বেকাসেসের দল যোগ্যতা নিশ্চিত করে মাঠজুড়ে উদযাপন করে।
জর্জিয়ান ডি আরাসকেতার গোলে উরুগুয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেছে। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার থেকে ৬ পয়েন্ট এগিয়ে রয়েছে উরুগুয়ে।
এছাড়া আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে গোল করেন লুইস দিয়াজ। ১৯৯৭ সালের পর আর্জেন্টিনার মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে কোনও কলম্বিয়ান খেলোয়াড়ের করা প্রথম গোল এটি। ম্যাচের ২৪ মিনিটে একক দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লুইস দিয়াজ। একাধিক সুযোগ পেয়েও লাগাতার গোল করতে ব্যর্থ হচ্ছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকাররা। ৭০ মিনিটে এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখায় ১০ জনে লড়তে হয় আর্জেন্টিনাকে। ৮১ মিনিটে আর্জেন্টিনার থিয়াগো আলমাডার গোলে ড্র করে আর্জেন্টিনা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ২০২৬ ফিফা বিশ্বকাপে মোট ১৩টি দেশ কোয়ালিফাই করেছে। দেশগুলি হল - কানাডা, মেক্সিকো, আমেরিকা, জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেস্কিতান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ইকুয়েডর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন