

আইসিসি ক্রিকেট হল অফ ফেম হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ছাড়াও আরও ৬ জন তারকা ক্রিকেটারকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। ধোনি হলেন একাদশতম ভারতীয় ক্রিকেটার যিনি এই সম্মান অর্জন করলেন।
অবসরের ৫ পছর পর আইসিসির বিশেষ সম্মানে সম্মানিত হলেন ধোনি। আইসিসির তরফ থেকে জানানো হয়, ভারতকে ৩টি আইসিসি ট্রফি দিয়েছেন ক্যাপ্টেন কুল। ভারতের হয়ে ৫৩৮ ম্যাচে ১৭,২৬৬ আন্তর্জাতিক রান, ৮২৯টি ডিসমিসাল। ধোনির পরিসংখ্যান কেবল শ্রেষ্ঠত্বই নয়, অসাধারণ ধারাবাহিকতা, ফিটনেসকে প্রতিফলিত করে।
ধোনি জানিয়েছিলেন, "আইসিসি হল অফ ফেমে নাম লেখানো আমার জন্য সম্মানের, যা প্রজন্মের পর প্রজন্ম এবং বিশ্বজুড়ে ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দেয়। এখানে সর্বকালের সেরাদের সাথে আপনার নামও থাকবে, দুর্দান্ত অনুভূতি একটা। আমি চিরকাল স্মরণ করব।"
ধোনি ছাড়া ২০২৫ সালে আইসিসি হল অফ ফেম হয়েছেন প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেন, প্রাক্তন প্রোটিয়া তারকা হাসিম আমলা, গ্রেইম স্মিথ, কিউই তারকা ড্যানিয়েল ভেত্তোরি, পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানা মির এবং ইংল্যান্ড তারকা সারা টেলর।
উল্লেখ্য, ধোনির আগে আরও ১০ জন ভারতীয় 'আইসিসি হল অফ ফেম' হয়েছেন। ২০০৯ সালে সুনীল গাভাসকর এবং বিষাণ সিং বেদী হল ফেমে জায়গা করে নিয়েছিলেন। এছাড়া ২০১০ সালে কপিল দেব, ২০১৫ সালে অনিল কুম্বলে, ২০১৮ সালে রাহুল দ্রাবিড় ২০১৯ সালে শচীন তেন্ডুলকর, ২০২১ সালে বিনু মানকড়, ২০২৩ সালে ডায়ান এডুলজি ও বীরেন্দ্র শেহওয়াগ এবং ২০২৪ সালে আইসিসি হল ফেম হয়েছিলেন নীতু ডেভিড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন