WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টি ভ্রূকুটি! ম্যাচ ড্র হলে জয়ী হবে কোন দল?

People's Reporter: দুই দলই আইসিসির শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লক্ষ্যে নামছে। ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৬ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে বৃষ্টি ভ্রূকুটি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে বৃষ্টি ভ্রূকুটিছবি - আইসিসির ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ১১ জুন থেকে শুরু হবে ম্যাচ। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টি হলেও হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দুই দলই আইসিসির শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লক্ষ্যে নামছে। ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে টেস্ট ফাইনাল। ১৬ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। খেলার দ্বিতীয় দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা (২৫%) থাকলেও, বাকি দিনগুলি মূলত মেঘলা হলেও খেলার উপযোগী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উল্লেখ্য, আইসিসি ঘোষণা করেছে যে, ম্যাচ ড্র হলে, দুই দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। তবে যদি বৃষ্টির কারণে খেলা শেষ করা সম্ভব না হলে, তখন ব্যবহৃত হবে ষষ্ঠ দিন অর্থাৎ রিজার্ভ ডে। এর আগে ২০২১ সালের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচেও রিজার্ভ ডে ব্যবহার করতে হয়েছিল।

অস্ট্রেলিয়া দল অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করতে মরিয়া। অন্যদিকে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দীর্ঘ প্রায় তিন দশকের আইসিসি ট্রফি খরা কাটাতে মরিয়া।

গত ১৫ মে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বিপুল অর্থের পুরস্কার ঘোষণা করে আইসিসি। মোট ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। বিজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৩০ কোটির কিছু বেশি। রানার্স দল পাবে ২.১৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ১৮ কোটির বেশি।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড - টনি ডি জর্জি, রায়ান রিকেল্টন, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, ওয়ায়ান মুলদার, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, কেশব মহারাজ, সেনুরান মুথুস।

অস্ট্রেলিয়ার স্কোয়াড - প্যাট কামিন্স (অধিনায়ক), উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, নাথান লিয়ন, ম্যাট কুহনেম্যান এবং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে বৃষ্টি ভ্রূকুটি
MS Dhoni: ধোনি ছাড়াও আরও ১০ ভারতীয় ক্রিকেটার হয়েছিলেন আইসিসি ক্রিকেট হল অফ ফেম! দেখুন একনজরে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে বৃষ্টি ভ্রূকুটি
Nicholas Pooran: ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিকোলাস পুরানের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in