
ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককুলাম। তিনি মনে করেন তাঁর ছেলেরা ভারতের বিপক্ষে নামার জন্য ১০০ শতাংশ প্রস্তুত।
'স্কাই স্পোর্টস ক্রিকেট'-এ দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককুলাম বলেন, “তারা (ভারত) একটি অসাধারণ ক্রিকেটের দেশ। ওরা এখানে ভালো ফলাফলের আশাতেই আসবে। আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজে অসাধারণ পারফর্ম করেছে ইংল্যান্ড। ক্যারিবিয়নদের ওয়ান ডে সিরিজে ৩-০ এবং টি-২০ সিরিজেও ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এখন মনোযোগ দিচ্ছে লাল বলের ফর্ম্যাটে। এই সিরিজকেই অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে ইংল্যান্ড।
তবে দলে রয়েছে চোটজনিত সমস্যা। প্রথম তিনটি টেস্টে অনুপস্থিত থাকবেন স্পিডস্টার মার্ক উড। একই সঙ্গে জোফ্রা আর্চারও থাকছেন না প্রথম টেস্টে।
তবুও ম্যাককালাম আত্মবিশ্বাসী তাঁর দলের বিকল্প বোলিং শক্তি নিয়ে। তিনি বলেন, “ক্রিস ওকস, স্যাম কুক, ব্রাইডন কার্স, জেমি ওভারটন ও জশ টংয়ের মতো দুর্দান্ত বোলার রয়েছে আমাদের। আমাদের কাছে শোয়েব বশিরও রয়েছেন, যিনি প্রতিদিন টেস্ট ক্রিকেটে উন্নতি করছেন।”
তিনি আরও উল্লেখ করেন, জেমি স্মিথ ও বেন ডাকেটের মতো প্রতিভাবান খেলোয়াড়রাও এই সিরিজে বিশেষ নজরে থাকবেন। আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ।
উল্লেখ্য, ১৯৩৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৩৫টি টেস্ট সিরিজ হয়েছে। যার মধ্যে পাল্লা ভারী ইংল্যান্ডের। তারা জিতেছে ১৮টি টেস্ট সিরিজ। ভারত জিতেছে ১২টি এবং ৫টি সিরিজ ড্র হয়েছে।
শেষ ৫টি টেস্ট সিরিজের মধ্যে ৩টি জিতেছে ভারত, ১টি ইংল্যান্ড এবং ১টি ড্র হয়েছে। ২০২৩-২৪ মরসুমে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ৪-১ ব্যবধানে সিরিজে জয়ী হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন