IND vs ENG: '৩ তারকার অবসর চাপ নয়, সুযোগ' - ইংল্যান্ড টেস্টের আগে শুবমনদের বার্তা গম্ভীরের

People's Reporter: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ইংল্যান্ড টেস্টের আগে সাদা জার্সিকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
অনুশীলনে গৌতম গম্ভীর এবং শুবমন গিল
অনুশীলনে গৌতম গম্ভীর এবং শুবমন গিলছবি - বিসিসিআই-র এক্স মাধ্যম
Published on

ইংল্যান্ড টেস্ট থেকে ভারতের ৩ অভিজ্ঞ তারকাকে আর পাবেন না গম্ভীর। যার জেরে কিছুটা চাপে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু দলের হেড কোচ গম্ভীরের মতে এটা চাপ নয়, বরং সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে তরুণ ক্রিকেটারদের।

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ইংল্যান্ড টেস্টের আগে সাদা জার্সিকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ৩ তারকা ক্রিকেটারের না থাকা কাজে লাগানোর জন্য তরুণদের বার্তা দিচ্ছেন গম্ভীর।

বিসিসিআই-র প্রকাশিত এক ভিডিও বার্তায় গম্ভীর বলেন, "এটা দেখার দুটি উপায় আছে। একটি হলো, আমাদের তিনজন অভিজ্ঞ খেলোয়াড় নেই। আরেকটি হলো, দেশের জন্য কিছু বিশেষ করার অসাধারণ সুযোগ রয়েছে।"

তিনি আরও বলেন, "আমি এই দলের মধ্যে ক্ষুধা, আবেগ এবং প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। যদি আমরা স্বাচ্ছন্দ্যের সীমা ছেড়ে প্রতিটি বল, প্রতিটি ঘন্টা লড়াই করি, তাহলে এই সফর স্মরণীয় হয়ে উঠবে।"

শুবমান গিলের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন দল এখন ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে ব্যস্ত। যদিও ইংল্যান্ড ঐতিহাসিকভাবে উপমহাদেশীয় দলের জন্য সব সময় কঠিন। তবে গম্ভীরের বিশ্বাস, সঠিক মনোভাব ও লড়াইয়ের জেদ থাকলে নতুন প্রজন্মের ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে পারবে।

প্রসঙ্গত, আইপিএল ২০২৫ মরশুমের মাঝপথে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরের পরই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন।

ভারতীয় টেস্ট স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক এবং সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমণ্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক) , ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

অনুশীলনে গৌতম গম্ভীর এবং শুবমন গিল
'বাদ পড়ার মতো খেলোয়াড় নন' - ভারতের টেস্ট দল নির্বাচকদের কটাক্ষ করে শ্রেয়াসের পাশে সৌরভ!
অনুশীলনে গৌতম গম্ভীর এবং শুবমন গিল
R Ashwin: চেনা তারকার 'অচেনা' রূপ, আম্পায়ারের সিদ্ধান্তে মাঠেই ক্ষোভ প্রকাশ অশ্বিনের! হল শাস্তিও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in