
উইম্বলডন বিজয়ীরা গতবারের থেকে এবার আরও বিপুল পরিমাণ অর্থ পুরস্কার পাবেন। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (AELTC) ২০২৫ সালের উইম্বলডনের জন্য প্রাইজমানি ৭ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে। পাশাপাশি খেলার মধ্যে একাধিক নিয়মের পরিবর্তনও আনা হয়েছে।
আগামী ৩০ জুন থেকে শুরু হবে উইম্বলডন। তার আগেই টেনিস তারকাদের জন্য সুখবর দিল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। দু'মাস আগে বিশ্বের শীর্ষ ২০ জন টেনিস খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম কর্তৃপক্ষের কাছে রাজস্বের অধিক অংশ দাবি করে একটি চিঠি পাঠিয়েছিলেন। যার জেরে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। চলতি বছর পুরুষ ও মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়নরা পাবেন ৩ মিলিয়ন পাউন্ড করে। ভারতীয় মুদ্রায় ৩৫ কোটি টাকা করে। গত বছরের তুলনায় ১১.১ শতাংশ বেশি।
পাশাপাশি যাঁরা প্রথম রাউন্ডেই হেরে যাবেন, তাঁরা পাবেন ৬৬,০০০ পাউন্ড, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। ভারতীয় মুদ্রায় ৭৭ লক্ষ টাকার বেশি। ডবলস ইভেন্টে প্রাইজমানি বৃদ্ধি পেয়েছে ৪.৪ শতাংশ, মিক্সড ডবলসে ৪.৩ শতাংশ এবং হুইলচেয়ার ও কোয়াড হুইলচেয়ার বিভাগে ৫.৬ শতাংশ বেড়েছে।
AELTC চেয়ারপার্সন ডেবোরা জেভান্স বলেন, “আমরা খেলোয়াড়দের কথা শুনেছি, তাঁদের সঙ্গে আলোচনা করেছি। তবে আমরা জানি পুরস্কারের অর্থ বাড়ানোই টেনিসের মূল সমস্যার স্থায়ী সমাধান নয়। খেলোয়াড়দের অফ-সিজন নেই, আঘাতের সমস্যা বাড়ছে – এসবই বড় চ্যালেঞ্জ।”
এ বছর সিঙ্গেলস ও ডবলস ফাইনালের সময়েও পরিবর্তন এসেছে। ডবলস ফাইনাল শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায় এবং সিঙ্গেলস ফাইনাল বিকাল ৪টের সময়। এর ফলে ম্যাচ দীর্ঘ হলে ছাদ বন্ধ করা কিংবা আলোর ব্যবহার বাড়তে পারে।
আরেকটি বড় পরিবর্তন - প্রথমবারের মতো উইম্বলডনে ব্যবহার করা হবে পুরোপুরি ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেম। ফলে আর থাকবেন না লাইন জাজ। লাইন জাজদের বদলে প্রতিটি কোর্টে এবার থাকবে দুজন করে ম্যাচ সহকারী।
উল্লেখ্য, গত বারের পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লোস আলকারাজ এবং মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছিল বারবোরা ক্রেচিকোভা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন