কিউইদের বিরুদ্ধে ১৫০ রানের পরেও সরফরাজ কেন বাদ? ইংল্যান্ড টেস্টে দল নির্বাচন নিয়ে প্রশ্ন আকাশ চোপড়ার

People's Reporter: আকাশ চোপড়া বলেন, "তাকে ভারত এ দলে নেওয়া হয়েছে মানে আপনি বিশ্বাস করছেন সে রান করতে পারে। তাহলে তাকে টেস্ট একাদশে সুযোগ দিন। যদি না-ই দেন, তবে এ দলে কেন পাঠানো হলো?"
সরফরাজ খান এবং ঋষভ পন্থ
সরফরাজ খান এবং ঋষভ পন্থছবি - BCCI-র এক্স মাধ্যম
Published on

ইংল্যান্ড সফরের জন্য বিসিসিআই-র ঘোষণা করা ভারতীয় টেস্ট দলে জায়গা হয়নি সরফরাজ খানের। অনেকেই নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। যে দলে নেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলা সরফরাজ। নিজের ইউটিউব চ্যানেলে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন আকাশ চোপড়া। তিনি বলেন, "সরফরাজ এখনও পর্যন্ত কোনও ভুল করেননি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা - কোথাও সে ব্যর্থ হয়নি। তবুও আপনি তাঁকে সুযোগ দিচ্ছেন না, এটা মোটেও ঠিক নয়।"

তিনি আরও বলেন, "তাঁকে ভারত এ দলে নেওয়া হয়েছে মানে আপনি বিশ্বাস করছেন সে রান করতে পারে। তাহলে তাঁকে টেস্ট একাদশে সুযোগ দিন। যদি না-ই দেন, তবে এ দলে কেন পাঠানো হলো?"

পাশাপাশি আকাশ চোপড়া জানান, "সরফরাজ বেঙ্গালুরুতে সেঞ্চুরি করেছিল। এরপর দু’টি ম্যাচে ব্যর্থ হয়। কিন্তু সেই ম্যাচে বাকিরাও তো রান করতে পারেনি। সে অস্ট্রেলিয়া সফরে একটি ম্যাচও খেলেনি। এই পরিস্থিতিতে তাঁর মনে হতে পারে, তাঁর সঙ্গে অন্যায় হচ্ছে। হয়তো সে কিছুই ভুল করেনি, তবুও দলে জায়গা পাচ্ছে না।"

সরফরাজকে বাদ দেওয়া নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, "এমন নয় যে আমরা তাঁকে নিতে চাইনি। কিন্তু বিভিন্ন ভেন্যু অনুযায়ী স্কোয়াড নির্বাচন করতে হয়। শুধু তো সরফরাজ নন আরও অনেকেই বাদ গেছেন। খেলবেন তো মাত্র ১১ জন। কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হয়। সেটাই নেওয়া হয়েছে।"

প্রসঙ্গত, ইংল্যান্ড সফরের জন্য সরফরাজ খানকে মূল দলে না রেখে ভারত ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তিনি ক্যান্টারবেরিতে ৯২ রানের ইনিংস খেলেছেন। তবে ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও, সরফরাজের টেস্ট দলে উপেক্ষা ভারতীয় ক্রিকেট মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সরফরাজ খান এবং ঋষভ পন্থ
ক্লাবগুলির উচিত দেশীয় স্ট্রাইকার বেশি খেলানো - ভারতীয় ফুটবলের উন্নতি প্রসঙ্গে দাবি ফেডারেশন সভাপতির
সরফরাজ খান এবং ঋষভ পন্থ
WTC: ২০৩১ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ডই!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in