
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দেশীয় স্ট্রাইকারদের বাড়তি গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে। তাঁর মতে ভারতীয় ক্লাবগুলির উচিত দলে ভারতীয় স্ট্রাইকদের বেশি করে খেলানো।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের কাছে ১-০ গোলে পরাজয়ের পর জাতীয় ফুটবল দলকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। কারণ ফিফা ক্রম তালিকায় ভারতের থেকে অনেকটাই পিছিয়ে হংকং। সেই দলের কাছে হারের পাশাপাশি একাধিক গোলের সুযোগ নষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কল্যাণ চৌবে বলেন, "জাতীয় দলের জনপ্রিয়তা বাড়াতে হলে ভালো পারফরম্যান্স জরুরি। মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড বা হংকংয়ের মতো দলের বিরুদ্ধে জয় না পাওয়া উদ্বেগের বিষয়। গোল না করে জয় আশা করাটাই বাস্তববিরোধী।"
তিনি আরও জানান, "ঘরোয়া ক্লাবগুলিতে ভারতীয় স্ট্রাইকারদের খেলার সুযোগ কম হওয়াটাই জাতীয় দলে গোলশূন্য পারফরম্যান্সের অন্যতম কারণ। স্টেকহোল্ডাররা কী করবেন সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত। কিন্তু আমি অনুরোধ করছি যে ক্লাবগুলিতে বিদেশি স্ট্রাইকদের পরিবর্তে ভারতীয় স্ট্রাইকদের বেশি খেলানোর।"
অন্যদিকে, ভারতীয় ফুটবল দলের বর্তমান কোচ মানোলো মার্কেজ আগামী দিনে থাকবেন কিনা তা নিয়েও বক্তব্য রাখেন ফেডারেশন সভাপতি। তিনি জানান, "মানোলো গত ছয় বছরে ভারতীয় ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ভারতীয় পরিবেশ ও খেলোয়াড়দের যথেষ্ট ভালো বোঝেন।"
তবে কোচিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২৯ জুন AIFF-এর নির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হবে বলে জানান তিনি। সেখানে টেকনিক্যাল কমিটির মতামতও বিবেচনা করা হবে বলে জানান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন