WTC Final: '৮ উইকেট নেওয়া কঠিন, তবে...' - WTC ফাইনাল জয়ে এখনও আশাবাদী অস্ট্রেলিয়ার কোচ ভেত্তোরি!
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনাল ধীরে ধীরে এক উত্তেজনাপূর্ণ সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। লর্ডসে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। প্রোটিয়াদের জয়ের জন্য দরকার মাত্র ৬৯ রান। অস্ট্রেলিয়াকে জিততে হলে ৮ উইকেট নিতে হবে। চাপে থাকলেও এখনও আশাবাদী অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরি।
পিচ ব্যাটসম্যানদের সহায়ক হওয়ায় দক্ষিণ আফ্রিকার দুই অভিজ্ঞ ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা অসাধারণ দৃঢ়তা দেখিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁদের পার্টনারশিপকে "ব্যতিক্রমী" বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ এবং প্রাক্তন স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি।
বাভুমা-মার্করাম জুটির প্রশংসা করলেও এখনও ম্যাচ জেতার জন্য আশাবাদী ভেট্টোরি। তিনি বলেন, "৬৯ রানের বদলে ৮ উইকেট নেওয়া বেশ কঠিন। পাশাপাশি পরিস্থিতিও আমাদের পক্ষে নেই। তবুও আমার মনে হচ্ছে বল একটু বেশি ঘুরছে। এখনও আশা আছে ম্যাচ জেতার।"
তিনি স্বীকার করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তৃতীয় দিনে পিচের সর্বোচ্চ সুবিধা নিয়েছে। তিনি বলেন, “মার্করাম ও বাভুমা এক ক্লিনিকাল ইনিংস খেলেছেন। তাঁরা চাপ সামলে ধৈর্যের সঙ্গে রান তুলেছেন এবং আমাদের ওপর চাপ তৈরি করেছেন।”
অস্ট্রেলিয়ার বোলিং পারফরম্যান্স নিয়ে ভেত্তোরি জানান, "আমরা পরিকল্পনামাফিক এগিয়েছি। কাটার, ইয়র্কার কিংবা শর্ট বলে থেকে সচেতনভাবেই বিরত ছিলাম। কারণ সেই রকম বোলিং স্কোরবোর্ডের নিয়ন্ত্রণ হারাতে পারে।"
চতুর্থ দিনে অর্থাৎ শনিবার প্রোটিয়াদের সামনে সুযোগ থাকছে ইতিহাস গড়ার। প্রথম থেকেই চোখ থাকবে ম্যাচের প্রতিটি মুহূর্তে। কারণ ১৯৯৮ সালের পর কোনও আইসিসি ট্রফি জিততে চলেছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাবও জয়ী হবে তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন