IND vs ENG: 'কোহলি ও রোহিত শর্মার মিশ্রণ' - ইংল্যান্ড টেস্টের আগে ভারতীয় তারকার প্রশংসায় বাটলার

People's Reporter: বাটলার তাঁর পডকাস্ট ‘For the Love of Cricket’-এ স্টুয়ার্ট ব্রডের সঙ্গে আলোচনায় বলেন, শুবমন একজন অসাধারণ খেলোয়াড়।
গিলের প্রশংসায় বাটলার
গিলের প্রশংসায় বাটলারছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট শুরু হওয়ার আগে আইপিএল-এ সতীর্থ তথা ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমন গিলের প্রশংসায় পঞ্চমুখ জস বাটলার। গিলকে "কোহলি ও রোহিত শর্মার মিশ্রণ" বলে দাবি করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।

বাটলার তাঁর পডকাস্ট ‘For the Love of Cricket’-এ স্টুয়ার্ট ব্রডের সঙ্গে আলোচনায় বলেন, “শুবমন একজন অসাধারণ খেলোয়াড়। কথা বলার সময় শান্ত ও পরিমিত, কিন্তু মাঠে তাঁর আবেগ, তীব্রতা ও প্রতিযোগিতার আগুন লক্ষ্য করা যায়। তিনি কোহলির আগ্রাসী নেতৃত্ব ও রোহিতের শান্ত প্রকৃতির এক দুর্দান্ত সমন্বয়।”

তিনি আরও বলেন, “শুবমন নিশ্চয়ই কোহলি ও রোহিতের কাছ থেকে শিখেছেন কিন্তু অধিনায়ক হিসেবে তিনি অনেকটাই নিজের মতো। তিনি ব্যাটিং এবং নেতৃত্বকে আলাদা রাখতে চান। ব্যাট করার সময় শুধুই ব্যাটসম্যান আর অধিনায়কত্বের সময় একজন নেতা। এই দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ।”

ভারতীয় টেস্ট অধিনায়কের গুরুত্ব বোঝাতে বাটলার বলেন, “ভারতের টেস্ট অধিনায়ক প্রধানমন্ত্রীর পরপর প্রায় তৃতীয় বা চতুর্থ সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি। ভারতের ১.৫ বিলিয়ন মানুষ ক্রিকেট-পাগল। কোহলি রাজা, আর এখন শুবমন রাজপুত্র। তাই এটা তাঁর জন্য এক বিশাল দায়িত্ব।”

ভারতের টেস্ট স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক এবং সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমণ্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

গিলের প্রশংসায় বাটলার
ICC Women's WC 25: মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচী প্রকাশিত! ভারত-শ্রীলঙ্কার কোন কোন ভেন্যুতে ম্যাচ?
গিলের প্রশংসায় বাটলার
কিউইদের বিরুদ্ধে ১৫০ রানের পরেও সরফরাজ কেন বাদ? ইংল্যান্ড টেস্টে দল নির্বাচন নিয়ে প্রশ্ন আকাশ চোপড়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in