
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চ্যাম্পিয়ন হয়েই টেস্ট র্যাঙ্কিং-এ 'হাইজাম্প' দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। যার মধ্যে রয়েছেন পেসার এনগিডি, ব্যাটার মার্করাম এবং বেডিংহাম।
সম্প্রতি প্রকাশিত আইসিসি বোলিং ও ব্যাটিং র্যাঙ্কিংয়ে বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের ব্যাপক উত্থান হয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের তারকা পারফর্মাররা নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অসাধারণ স্পেল উপহার দিয়েছিলেন, তিনি সাত ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন। তিনি এখন শ্রীলঙ্কার লাহিরু কুমারা ও পাকিস্তানের নাসিম শাহের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন। এছাড়াও প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা তাঁর ২য় স্থান অটুট রেখেছেন ভারতের জসপ্রিত বুমরাহর ঠিক পরেই।
পাশাপাশি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং-এ ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে রয়েছেন ফাইনালে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা এইডেন মার্করাম। ১৭ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার বেডিংহামও।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে নজর কাড়েন মিচেল স্টার্ক। ম্যাচ জুড়ে পাঁচ উইকেট নেওয়া এবং দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরির সুবাদে তিনি টেস্ট বোলিং এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ১০ম স্থানে। একই সঙ্গে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা বিউ ওয়েবস্টার ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে নিজেকে আরও উঁচুতে (৭০) নিয়ে গিয়েছেন।
এদিকে, ওয়ানডে ক্রিকেটেও উন্নতি করছেন উদীয়মান খেলোয়াড়রা। নেদারল্যান্ডসের মাইকেল লেভিট, যিনি ব্যাট ও বল হাতে সমানভাবে অবদান রেখেছেন, ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২২ ধাপ, বোলিংয়ে ২১ ধাপ এবং অলরাউন্ডার তালিকায় ২৭ ধাপ এগিয়েছেন। টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলায় তিনি উঠে এসেছেন ৩০তম স্থানে, পাকিস্তানের মহম্মদ হারিসের ঠিক নিচে।
নেদারল্যান্ডসের আরও এক উদীয়মান মুখ নোয়া ক্রোয়েস, স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে হাফসেঞ্চুরি হাঁকানোর সুবাদে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২০ ধাপ উঠেছেন। একই সঙ্গে নেপালের আরিফ শেখ, যিনি ডাচদের বিপক্ষে ১৬ রানের জয়ে সর্বোচ্চ রান করেছিলেন, তিনিও ব্যাটিং তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন