ENG vs IND Test: ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি, প্রথম ভারতীয় বাঁহাতি ওপেনার হিসেবে রেকর্ড যশস্বীর!

People's Reporter: ১৫৮ বলে ১০১ রানে ফিরতে হয় যশস্বীকে। বেন স্টোকসের বলে আউট হন তিনি। টেস্ট কেরিয়ারে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি।
সেঞ্চুরির পর যশস্বী
সেঞ্চুরির পর যশস্বীছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

প্রথম ভারতীয় বাঁহাতি ওপেনার হিসেবে ইংল্যান্ডের হেডিংলিতে সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। পাশাপাশি ভারতীয় ওপেনার হিসেবে এই স্টেডিয়ামে সর্বাধিক রানও করলেন তিনি।

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম ম্যাচেই টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত। প্রথম টেস্টের প্রথম দিনেই একাধিক নজির গড়লেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। হেডিংলিতে যশস্বী এবং রাহুলের ভারতীয় ওপেনিং জুটি হিসেবে সর্বাধিক রান করলেন। তাঁরা ৯১ রানের পার্টনারশিপ করেছেন।

১৯৮৬ সালে সুনীল গাভাসকর এবং কে শ্রীকান্ত হেডিংলিতে ৬৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় জুটি সেই রেকর্ড ভাঙতে পারেননি। কিন্তু যশস্বী এবং রাহুল সেই কাজটাই করে দেখালেন।

অন্যদিকে সেঞ্চুরি করেও রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। তিনি প্রথম ভারতীয় বাঁহাতি ওপেনার যিনি এই স্টেডিয়ামে শতরানের ইনিংস খেললেন। ১৫৮ বলে ১০১ রানে ফিরতে হয় যশস্বীকে। বেন স্টোকসের বলে আউট হন তিনি। টেস্ট কেরিয়ারে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ২৫৩ রানে ৩ উইকেট। ৮২ রানে অপরাজিত আছেন অধিনায়ক শুবমন গিল এবং ১২ রানে অপরাজিত রয়েছেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ।

ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। তাঁর ঝুলিতে যশস্বীর পাশাপাশি অভিষেক করা সাই সুদর্শনের উইকেটও রয়েছে। এছাড়া ১টি উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স।  

সেঞ্চুরির পর যশস্বী
IND vs ENG: সিরিজ জিতবে ভারত! শুবমনের নেতৃত্বে আশাবাদী শচীন তেন্ডুলকর
সেঞ্চুরির পর যশস্বী
FIFA Club World Cup: 'ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়' - মেসি 'ম্যাজিকে' মুগ্ধ ইন্টার মিয়ামির কোচ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in