IND vs ENG: সিরিজ জিতবে ভারত! শুবমনের নেতৃত্বে আশাবাদী শচীন তেন্ডুলকর

People's Reporter: এক সাক্ষাৎকারে শচীন বলেন, আমি ভারতের ৩-১ ব্যবধানে জয়ের ভবিষ্যদ্বাণী করছি। আমার মতে বুমরাহ আমাদের স্ট্রাইক বোলার হবেন।
শুবমন গিল
শুবমন গিলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ইংল্যান্ডের মাটিতে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (IND Vs ENG Test) ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে কঠিন পরীক্ষার সম্মুখীন শুবমন গিল (Shubman Gill)। তবে কিংবদন্তি শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) গিলের নেতৃত্বাধীন দলকে নিয়ে আশাবাদী। তাঁর মতে সিরিজ ৩-১ ব্যবধানে জিতবে ভারত।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেন, “আমি ভারতের ৩-১ ব্যবধানে জয়ের ভবিষ্যদ্বাণী করছি। আমার মতে বুমরাহ আমাদের স্ট্রাইক বোলার হবেন। তবে তাঁর পারফরম্যান্স নির্ভর করবে দলের অন্য বোলাররা কতটা সহায়তা করতে পারেন তার উপর।”

বুমরাহ ছাড়াও শচীন প্রশংসা করেছেন অর্শদীপ সিং, শার্দুল ঠাকুর, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের। তিনি বলেন, “আমার মনে হয় বোলিং আক্রমণটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ এবং কার্যকর।”

২০২০ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকের পর গিলের কেরিয়ার অনেকটা পথ পেরিয়েছে। ৩২টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৯৩ রান, গড় ৩৫.০৫। এবার তার কাঁধেই ভারতকে নেতৃত্ব দেওয়ার ভার, যেখানে দলে নেই অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলি।

ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, ⁠জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং এবং শোয়েব বশির।

ভারতীয় টেস্ট স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক এবং সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমণ্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক) , ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

KEYWORDS: Sachin Tendulkar, ShubmanGill, IND Vs ENG Test, Cricket

শুবমন গিল
৮৬০০০ কোটিতে বিক্রি হচ্ছে বাস্কেটবল টিম লস এঞ্জেলস লেকার্স! মার্কিন ক্রীড়া ইতিহাসে সবথেকে দামি দল
শুবমন গিল
IND vs ENG: 'সহজ হবে না' - ইংল্যান্ড টেস্টের আগে গিলকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন কোচ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in