
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের হাই-প্রোফাইল টেস্ট সিরিজে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ভারতের নেতৃত্ব দিতে চলেছেন শুবমন গিল। তরুণ এই ব্যাটসম্যানের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ইংল্যান্ডের মাটিতে টেস্ট। তার আগে গিলকে ধৈর্য ধরার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
আইসিসি রিভিউ-এর সর্বশেষ পর্বে শাস্ত্রী বলেন, “আমি মনে করি, গিলের সময় নেওয়া উচিত। এটা সহজ হবে না। তাঁকে কঠিন কাজ করতে বলা হয়েছে, ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কত্ব করা।”
২০২০ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকের পর গিলের কেরিয়ার অনেকটা পথ পেরিয়েছে। ৩২টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৯৩ রান, গড় ৩৫.০৫। এবার তার কাঁধেই ভারতকে নেতৃত্ব দেওয়ার ভার, যেখানে দলে নেই অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলি।
ইংল্যান্ডের কন্ডিশন বরাবরই কঠিন পরীক্ষার ক্ষেত্র হিসেবে পরিচিত, আর ২০০৭ সালের পর থেকে ভারত সেখানে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি। ফলে গিলের অধিনায়কত্বে নতুন করে আশার আলো দেখছে ভারতীয় ক্রিকেট ভক্তরা।
তবে শাস্ত্রী মনে করেন, এই সফর হতে পারে গিলের নেতৃত্বগুণের প্রকৃত প্রমাণ। তিনি বলেন, “আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে তাঁকে যেভাবে খেলতে দেখেছি, তাতে সে খুবই সংযত ও পরিণত। তাঁর মেজাজও প্রশংসনীয়। সে শেখার মনোভাব নিয়ে এগোচ্ছে।”
২০ জুন, শুক্রবার হেডিংলিতে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এটি হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন