

বিশ্ব ক্রিকেটের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে কোনও ভয় নেই বলেই জানিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে ক্রিকেটারদের অবশ্যই সতর্ক থাকতে হবে বলেও তাঁর মত।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। তার আগে বুমরাহর প্রশংসা করলেও, সিরিজ জেতার ক্ষেত্রে শুধুমাত্র একজন বোলারের ওপর নির্ভর করার বিষয়টি খারিজ করে দিলেন স্টোকস।
স্টোকস বলেন, “কোনও ভয় নেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি সবসময়ই দক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেন। আমরা জানি বুমরাহ কতটা দক্ষ এবং তিনি তাঁর দলের জন্য কী কী করতে পারেন। কিন্তু আমরা কোনও দল বা খেলোয়াড়কে ভয় পাই না।”
তিনি আরও বলেন, “আমি মনে করি না যে একজন বোলার একাই সিরিজ জিততে পারে। উভয় দলে ১১ জন খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। তাই একজনের উপর নির্ভর করাটা ঠিক নয়।”
অন্যদিকে, ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং এবং শোয়েব বশির।
উল্লেখ্য, ১৯৩৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৩৫টি টেস্ট সিরিজ হয়েছে। যার মধ্যে পাল্লা ভারী ইংল্যান্ডের। তারা জিতেছে ১৮টি টেস্ট সিরিজ। ভারত জিতেছে ১২টি এবং ৫টি সিরিজ ড্র হয়েছে।
শেষ ৫টি টেস্ট সিরিজের মধ্যে ৩টি জিতেছে ভারত, ১টি ইংল্যান্ড এবং ১টি ড্র হয়েছে। ২০২৩-২৪ মরসুমে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ৪-১ ব্যবধানে সিরিজে জয়ী হয়েছিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন