
পর্তুগালের জাতীয় দলের সতীর্থ দিয়োগো জোটার (Diogo Jota) মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।
স্পেনের জামোরাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ২৮ বছর বয়সী জোটা এবং তাঁর ২৫ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভার। পর্তুগিজ জাতীয় দলের হয়ে রোনাল্ডোর সাথে একাধিক ম্যাচ খেলেছিলেন দিয়োগো। তাঁর মৃত্যুতে গোটা ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সমাজমাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লেখেন, “এটার কোন মানে হয় না। আমরা জাতীয় দলে একসাথে ছিলাম। সবে তুমি বিয়ে করেছিলে। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং সন্তানদের প্রতি আমি আমার সমবেদনা জানাই। প্রার্থনা করি বিশ্বের সমস্ত শক্তি যেন তাদের সাথে থাকে। জানি তুমি সবসময় ওদের পাশে থাকবে। শান্তিতে থাকো দিয়োগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব”।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি দিয়োগোর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। তিনি জানান, "স্পেনে দিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং সমগ্র পর্তুগিজ ফুটবল সম্পূর্ণভাবে শোকাহত। একজন অসাধারণ খেলোয়াড়ের চেয়েও অনেক বেশি ছিলেন তিনি। আমার পক্ষ থেকে এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, দিয়োগো ও আন্দ্রে সিলভার পরিবার এবং বন্ধুদের, সেইসাথে লিভারপুল এফসির সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
১৯৯৬ সালে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে জন্মগ্রহণ করেন দিয়োগো। ২০২০ সালে লিভারপুলের সাথে চুক্তিবদ্ধ হন জোটা। তারপর থেকে ১২৩টি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়ে। ৪৭টি গোলও করেছেন। লিভারপুল ছাড়া তিনি পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় ক্লাবেও খেলেছেন।
ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে ১৪টি গোল রয়েছে তাঁর। তাছাড়া পর্তুগালের অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২১ এবং অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন তিনি।
২০১৯ সালে উয়েফা ইউরো ২০২০-র বাছাই পর্বে জাতীয় দলের ডাকা হয়েছিল জোটাকে। কিন্তু সেই সময় কোনও ম্যাচ খেলেননি। ২০২০ সালে লিথুনিয়ার বিরদ্ধে অভিষেক হয় তাঁর। ৮৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনি। ওই ম্যাচটি ৬-০ গোলে জিতেছিল পর্তুগাল।
২০২২ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে গিয়ে চোট পান। যার জেরে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপে জাতীয় দল থেকে ছিটকে যান দিয়োগো। ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ ফাইনালে পর্তুগালের সদস্য ছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন