Vaibhav Suryavanshi: বিধ্বংসী ইনিংস সূর্যবংশীর, অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ডের বিরুদ্ধে গড়লেন একাধিক রেকর্ড

People's Reporter: বৃষ্টিবিঘ্নিত ৪০ ওভারের ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে তোলে ২৬৮ রান। অধিনায়ক থমাস রিউ মাত্র ৪৪ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন।
বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশীছবি - সংগৃহীত
Published on

বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) রেকর্ডগড়া ইনিংসে ভর করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তৃতীয় যুব ওয়ানডেতে ৪ উইকেটে দাপুটে জয় পেল ভারত। মাত্র ১৪ বছর বয়সেই আন্তর্জাতিক যুব মঞ্চে নিজের ক্ষমতা বুঝিয়ে দিচ্ছেন বৈভব সূর্যবংশী। দুরন্ত জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিল ভারত।

বৃষ্টিবিঘ্নিত ৪০ ওভারের ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে তোলে ২৬৮ রান। অধিনায়ক থমাস রিউ মাত্র ৪৪ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন। কিন্তু রান তাড়া করতে নেমে কার্যত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সূর্যবংশী।

মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি এবং ৩১ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনি ভারতের জয় সহজ করে দেন। এই ইনিংসেই তিনি যুব ওয়ানডেতে ভারতের পক্ষে সর্বাধিক ছক্কার (৯টি) রেকর্ড গড়ে ফেলেন। আগে রাজ অঙ্গদ বাওয়া ও মনদীপ সিং উভয়েরই আটটি ছক্কা ছিল।

ভারতের হয়ে মাত্র ৩৪.৩ ওভারে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা এই ম্যাচে সূর্যবংশীর ব্যাট থেকে ৭৮ রান আসে বাউন্ডারির মাধ্যমে। যা তার মোট স্কোরের ৯০ শতাংশের বেশি। ভারতীয় যুব ক্রিকেটে এমন ব্যতিক্রমী ইনিংস এর আগে মাত্র তিনজন ব্যাটসম্যান – ঋষভ পন্থ, সরফরাজ খান এবং মনন ভোহরা – খেলেছেন।

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হলেন বৈভব সূর্যবংশী। নিজের রেকর্ড ভাঙার পাশাপাশি ভাঙলেন তিলক বর্মার রেকর্ডও। ২০২৩ সালের ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ২৩ বলে অর্ধশতরান করেছিলেন। ২০২৪ সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ২৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন বৈভব। ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২০ বলে ৫০ রান পূর্ণ করলেন এই তরুণ তারকা। এই তালিকায় ২০১৬ সালে ঋষভ পন্থের ১৮ বলে হাফসেঞ্চুরির রেকর্ড এখনও অক্ষত রয়েছে (নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে)।

বৈভব সূর্যবংশী
Wimbledon 2025: ফের অঘটন উইম্বলডনে! বিশ্বের ৬২ নম্বর খেলোয়াড়ের কাছে পরাস্ত ৪র্থ বাছাই পাওলিনি
বৈভব সূর্যবংশী
ENG vs IND Test: দ্বিতীয় টেস্টেও শতরান গিলের, ভারত অধিনায়কের খেলায় মুগ্ধ প্রাক্তন কোচ!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in