

বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য শতরান করেন শুবমন গিল (Shubman Gill)। ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।
টেস্ট কেরিয়ারের সপ্তম শতরান করলেন গিল। দলকে একজন দক্ষ নেতার মতো এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। প্রথম দিনের শেষে ২১৬ বল খেলে ১২টি চারের সাহায্যে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি সিরিজে এটি তাঁর দ্বিতীয় শতরান। এর আগে হেডিংলিতে ১৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। গিলের সাথে ৪১ রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা। দিনের শেষে ভারতের স্কোর ৮৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩১০ রান।
গিলের শতরানের প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। স্কাই স্পোর্টসের সম্প্রচারে তিনি বলেন, “শুবমন গিল তার রক্ষণভাগে কঠোর পরিশ্রম করেছেন। শেষবার যখন তিনি ইংল্যান্ডে এসেছিলেন, তখন তিনি শক্ত হাতে খেলেছিলেন। বলকে ধাক্কা দিয়েছিলেন, কিছুটা বিরাট কোহলির মতো। কিন্তু এখন, উপরের হাতটি অনেক বেশি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলকে নিজের কাছে আসতে দিচ্ছেন। তাঁর রক্ষণভাগের উপর আস্থা রাখছেন। আক্রমণে যাওয়ার সময় সমস্ত শট নিয়ন্ত্রণেও রাখছেন।”
তিনি আরও বলেন, "গিল ও রবীন্দ্র জাদেজার (৪১*) মধ্যে ৯৯ রানের অপরাজিত জুটি ভারতকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। প্রথম দিনের শেষে ভারত বেশ ভালো অবস্থানে। তবে দ্বিতীয় দিনের প্রথম ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড যদি দ্রুত ২টি উইকেট নিতে পারে, তাহলে ম্যাচের চিত্র পাল্টে যেতে পারে”।
শুধু রবি শাস্ত্রীই নন, গিলের শতরানের প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনও। তিনি বলেন, “ভারতের দিকে নজর রাখাটাই বেশি জরুরি। তারা যদি প্রথম ইনিংসে স্কোর ৪৫০-র কাছাকাছি নিয়ে যেতে পারে, তাহলে বড় লিড নেওয়া সম্ভব। এই পিচে ইংল্যান্ডের বোলারদের দোষারোপ করা ঠিক হবে না। স্টোকসের নেতৃত্বে বোলাররা চেষ্টার ত্রুটি রাখেননি, তবে গিল ও জাদেজার জুটি দারুণভাবে ম্যাচে ভারসাম্য ফিরিয়ে দিয়েছে। অসাধারণ সেঞ্চুরি করেছেন শুবমন গিল।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন