ভারতের দল নির্বাচন নিয়ে সমালোচনার ঝড়
ভারতের দল নির্বাচন নিয়ে সমালোচনার ঝড়ছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ

দ্বিতীয় টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট গাভাসকর, বুমরাহ-র না থাকায় প্রশ্ন শাস্ত্রীর

People's Reporter: গাভাসকর বলেন, “আমি একটু বিস্মিত যে কুলদীপকে নেওয়া হয়নি, কারণ এই ধরণের পিচে, যেখানে একটু বেশি টার্ন পাওয়া যায়, সেখানে ওর দক্ষতা কার্যকর হতে পারত।”
Published on

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর এবং প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। প্রথম টেস্টের পর ভারতের প্রথম একাদশে তিনটি পরিবর্তন আনা হলেও, কুলদীপ যাদবকে দলে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

সোনি স্পোর্টসে কথা বলতে গিয়ে গাভাসকর বলেন, “আমি একটু বিস্মিত যে কুলদীপকে নেওয়া হয়নি, কারণ এই ধরণের পিচে, যেখানে একটু বেশি টার্ন পাওয়া যায়, সেখানে ওর দক্ষতা কার্যকর হতে পারত।”

ভারতের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি টপ-অর্ডার ব্যাটসম্যানরা প্রত্যাশা মতো রান না দেয়, তাহলে সাত-আট নম্বরে অলরাউন্ডাররা পরিস্থিতি সামাল দিতে পারবে না। এখানে প্রয়োজন ছিল উইকেট নেওয়ার দক্ষতা বাড়ানোর।”

এদিকে, দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন রবি শাস্ত্রী। স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনার দলের কাছে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার রয়েছে। সাতদিন বিশ্রামের পর তাঁকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাইরে রাখা সত্যিই অবিশ্বাস্য।”

প্রসঙ্গত, লিডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে বুমরাহ প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করলেও উইকেট পাননি তিনি। ভারত ৫ উইকেটে ম্যাচটি হারে।

যদিও ভারত অধিনায়ক শুবমন গিল টসের পর জানান, "বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁর কাজের চাপ সামলানোর জন্য। আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছি, তবে তৃতীয় টেস্ট লর্ডসে হবে, যেখানে পিচে আরও সহায়তা পাওয়া যাবে, তাই আমরা ওকে ওই ম্যাচের জন্য ফিট রাখতে চেয়েছি”।

উল্লেখ্য, টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ বলে ৭ রানে অপরাজিত আছেন ঋষভ পন্থ। ১০১ বল খেলে ৩৮ রানে অপরাজিত অধিনায়ক গিল। প্রথম টেস্টের দ্বিতীয় ইংসে সেঞ্চুরি করলেও বুধবার ২ রানে ফিরতে হয়েছে কে এল রাহুলকে। ৫০ বল খেলে ৩১ রান করে আউট হন করুন নায়ার। ১০৭ বলে ৮৭ রান করে সেঞ্চুরি হাতছাড়া করলেন যশস্বী। ভারতের রান ৩ উইকেটের বিনিময়ে ১৭১।

ভারতের স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুন নায়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

ভারতের দল নির্বাচন নিয়ে সমালোচনার ঝড়
Azhar Mahmood: লক্ষ্য লাল বলের ক্রিকেটে ঐতিহ্য ফেরানো! পাকিস্তান টেস্ট দলের নয়া কোচ আজহার মাহমুদ
ভারতের দল নির্বাচন নিয়ে সমালোচনার ঝড়
Haryana: নাবালিকা বক্সারকে যৌন হেনস্থার অভিযোগে মহিলা কোচের বিরুদ্ধে FIR দায়ের পরিবারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in