
পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হলেন প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদ (Azhar Mahmood)। বোলিং কোচ এবং সহকারী প্রধান কোচ হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর মাহমুদ এবার নতুন ভূমিকায়।
এক বিবৃতিতে পিসিবি (Pakistan Cricket Board) জানায়, “জাতীয় দলের সহকারী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার পর, আজহার দীর্ঘদিন ধরে দলের কৌশলগত বিভাগের অংশ। খেলা সম্পর্কে তাঁর গভীর জ্ঞান, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ইংলিশ কাউন্টি সার্কিটে প্রমাণিত সাফল্য তাঁকে এই পদের জন্য ব্যতিক্রমীভাবে উপযুক্ত করে তুলেছে।”
আজহারের অধীনে দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয় সেই দক্ষতারই সাক্ষ্য বহন করে বলে জানায় পাকিস্তান বোর্ড। তারা আশাবাদী, তাঁর কৌশল ও নেতৃত্বে পাকিস্তানের টেস্ট দল আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী হয়ে উঠবে।
গত বছরের শেষ দিকে জেসন গিলেস্পির বিদায়ের পর স্বল্প সময়ের জন্য প্রাক্তন পেসার আকিব জাভেদ টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজহারের নিয়োগ সেই শূন্যতা পূরণ করল। আজহারের সামনে প্রথম বড় চ্যালেঞ্জ হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি বছরের শেষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ।
পিসিবির এই সিদ্ধান্তের পর আজহার জানান, “পাকিস্তান দলের কোচ হওয়া একটি বড় দায়িত্ব এবং সম্মানের বিষয়। দেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষত লাল বল ক্রিকেটে পাকিস্তানের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা দলগতভাবে কাজ করবো।"
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আজহারের ঝুলিতে। তিনি প্রায় ১০০০ টেস্ট রান করেছেন ও ৩৯টি উইকেট নিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন