ENGW vs INDW: ইংল্যান্ডে ইতিহাস স্মৃতি মন্ধানার! প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে একাধিক রেকর্ড

People's Reporter: কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত হয় ভারতের পুরুষ ক্রিকেট দল। শনিবার ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাথে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের।
সেঞ্চুরির পর স্মৃতি মন্ধানা
সেঞ্চুরির পর স্মৃতি মন্ধানাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস লিখলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মন্ধানা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি করলেন তিনি। পাশাপশি তিনিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যাঁর ৩ ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে।

কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত হয় ভারতের পুরুষ ক্রিকেট দল। শনিবার ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাথে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। যেখানে ইংল্যান্ডকে ৯৭ রানে হারিয়েছে ভারত। আর এই জয়ের অন্যতম কারিগর হলেন অধিনায়ক স্মৃতি মন্ধানা। ৬২ বলে ১১২ রানে অনবদ্য ইনিংস খেলেন তিনি।

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরির মালিক হলেন স্মৃতি (টি-২০ ফরম্যাটে)। পাশাপাশি দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ২০১৮ সালে ৯ নভেম্বর নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৫১ বলে ১০৩ রান করেছিলেন হরমনপ্রীত কৌর। এছাড়া টেস্ট, ওডিআই এবং টি-২০ এই তিন ফরম্যাটেই সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্মৃতি। তিনি হিদার নাইট, ট্যামি বিউমন্ট, লরা ওলভার্ড এবং বেথ মুনির মতো তারকা ক্রিকেটারদের এলিট ক্লাবে প্রবেশ করলেন (৩ ফরম্যাটে সেঞ্চুরির নিরিখে)।

বিদেশের মাটিতে টি-২০ ক্রিকেটে এটাই ভারতের সর্বাধিক রান। তাছাড়া এটিই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান। গতবছর ডিসেম্বর মাসে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৭ রান করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধানার জুটি রীতিমতো ঝড় তোলে। ৭৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। ২২ বলে ২০ রান করে ফেরেন শেফালী। তারপর হারলিন দেওয়ালের (২৩ বলে ৪৩ রান) সাথে রানের পাহাড় গড়তে থাকেন ভারত অধিনায়ক। ৬২ বলে ১১২ রান করে আউট হন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি।

জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ভারতীয় স্পিনারদের দাপটে ১৪.৫ ওভারে ১১৩ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে অসাধারণ বোলিং করেন নাল্লাপুরেড্ডি চারানি। ৩.৫ ওভার করে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। পাশাপাশি ২টি করে উইকেট নেন রাধা যাদব এবং দীপ্তি শর্মা। ১টি করে উইকেট পান আমনজোত কৌর ও অরুন্ধতী রেড্ডি।

সেঞ্চুরির পর স্মৃতি মন্ধানা
ENG vs IND Test: কোনও অজুহাত নয় - দ্বিতীয় টেস্টের আগে গম্ভীরকে বার্তা প্রাক্তন ক্রিকেটারের!
সেঞ্চুরির পর স্মৃতি মন্ধানা
Cristiano Ronaldo: বছরে ২০০০ কোটি, ব্যক্তিগত জেট! সৌদির ক্লাবের সাথে ২ বছরের চুক্তি রোনাল্ডোর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in