ENG vs IND Test: কোনও অজুহাত নয় - দ্বিতীয় টেস্টের আগে গম্ভীরকে বার্তা প্রাক্তন ক্রিকেটারের!

People's Reporter: গত ৯টি টেস্টে ভারতের ৭টি পরাজয় গম্ভীরের কোচিং কেরিয়ারে উদ্বেগজনক পরিসংখ্যান হয়ে দাঁড়িয়েছে। আকাশ চোপড়া বলেন, টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্যান্স খুব একটা আশানুরূপ নয়।
গৌতম গম্ভীর এবং শুবমন গিল
গৌতম গম্ভীর এবং শুবমন গিলছবি - বিসিসিআই-র এক্স মাধ্যম
Published on

ইংল্যান্ড সফরের প্রথম টেস্টেই হতাশাজনক পরাজয় হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। পাঁচটি সেঞ্চুরি ও ৮০০-র বেশি রান করেও ম্যাচ হাতছাড়া হওয়ায় গোটা দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে। এই আবহে হেড কোচ গৌতম গম্ভীরের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া

গত ৯টি টেস্টে ভারতের ৭টি পরাজয় গম্ভীরের কোচিং কেরিয়ারে উদ্বেগজনক পরিসংখ্যান হয়ে দাঁড়িয়েছে। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে স্পষ্টভাবে বলেন, "গৌতম গম্ভীরের উপর অনেক চাপ রয়েছে। চাপ ক্রমশ বাড়ছে। টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্যান্স খুব একটা আশানুরূপ নয়।"

চোপড়া পরিসংখ্যান তুলে ধরে বলেন, "তিনি বাংলাদেশের বিরুদ্ধে দুটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ জিতেছে। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটিতে হেরেছে। ধারাবাহিকভাবে হেরেই চলেছে টিম ইন্ডিয়া।"

তিনি আরও বলেন, "এই সিরিজে ভারত যদি ভালো না করে, তাহলে গম্ভীরের ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টকে, তাই এবার ফলাফল দিতে হবে। অজুহাতের জায়গা নেই।"

এদিকে, হেডিংলির হারের পরেও দলের বোলিং আক্রমণের প্রতি আস্থা রেখেছেন কোচ গম্ভীর। তিনি জানিয়েছেন, সিরিজে জসপ্রিত বুমরাহকে তিনটি টেস্টে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের, কারণ তাঁর পিঠের চোটের জন্য বিশ্রাম দরকার। সূত্রের খবর, দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। অনেকের মতে এই সিদ্ধান্ত ভারতের জন্য বিপজ্জনক হতে পারে।

বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২ জুলাই। সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

গৌতম গম্ভীর এবং শুবমন গিল
অস্ট্রেলিয়া টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তুঙ্গে, শ্রীনাথের সাথে কথা ওয়েস্ট ইন্ডিজ কোচের!
গৌতম গম্ভীর এবং শুবমন গিল
Cristiano Ronaldo: বছরে ২০০০ কোটি, ব্যক্তিগত জেট! সৌদির ক্লাবের সাথে ২ বছরের চুক্তি রোনাল্ডোর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in