অস্ট্রেলিয়া টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তুঙ্গে, শ্রীনাথের সাথে কথা ওয়েস্ট ইন্ডিজ কোচের!

People's Reporter: দ্বিতীয় দিনে অধিনায়ক রোস্টন চেজ ও ব্যাটসম্যান শাই হোপের আউট হওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
ওয়েস্ট ইন্ডিজের কোচ স্যামি
ওয়েস্ট ইন্ডিজের কোচ স্যামি ছবি - সংগৃহীত
Published on

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচে (AUS Vs WI Test) তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের কোচ স্যামি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে দেখা করে বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন।

দ্বিতীয় দিনে অধিনায়ক রোস্টন চেজ ও ব্যাটসম্যান শাই হোপের আউট হওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। চেজকে এলবিডব্লিউ দেওয়া হয় এমন একটি বলের জন্য, যেখানে ইনসাইড এজের স্পষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ শিবির। আউটের সিদ্ধান্তে মাঠেই হতাশা প্রকাশ করেন চেজ।

অন্যদিকে, হোপের ক্যাচ নেন অস্ট্রেলিয়ান কিপার। কিন্তু ভিডিওতে বল মাটিতে লেগেছে নাকি কিপারের গ্লাভসের মধ্যেই ছিল তা নিয়ে সংশয় তৈরি হয়। আউট দেন আম্পায়ার।

ম্যাচ শেষে স্যামি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা চান। তিনি বলেন, “আমি শুধু সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা চাই। একই ধরণের পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্তে সন্দেহের জন্ম হয়।”

স্যামি আরও বলেন, হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়ে ইংল্যান্ড সফর থেকেই তাঁর অসন্তোষ রয়েছে। তিনি জানান, "আমি জানি না তাঁর দেখার পদ্ধতি কী ছিল, তবে আমরা যেটা দেখেছি, তাতে সিদ্ধান্তগুলো ন্যায্য মনে হয়নি।" ওয়েস্ট ইন্ডিজ আনুষ্ঠানিক অভিযোগ জানাবে কিনা সে বিষয়ে স্যামি বলেন, "আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে।"

অন্যদিকে, অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও টেকনোলজি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “স্নিকো ও রিপ্লে ভিজ্যুয়াল একে অন্যের সঙ্গে ঠিকভাবে মিলছিল না।”

উল্লেখ্য, প্রথম ইনিংসে ১৮০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৯০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ৯২।

ওয়েস্ট ইন্ডিজের কোচ স্যামি
Cristiano Ronaldo: বছরে ২০০০ কোটি, ব্যক্তিগত জেট! সৌদির ক্লাবের সাথে ২ বছরের চুক্তি রোনাল্ডোর
ওয়েস্ট ইন্ডিজের কোচ স্যামি
CAB: কলকাতা ময়দানে বেনজির ঘটনা, সিএবি কোষাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in