Cristiano Ronaldo: বছরে ২০০০ কোটি, ব্যক্তিগত জেট! সৌদির ক্লাবের সাথে ২ বছরের চুক্তি রোনাল্ডোর

People's Reporter: রোনাল্ডো সমাজমাধ্যমে জানান, "এক নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসাথে ইতিহাস গড়ি।"
২০২৭ সাল পর্যন্ত আল-নাসারের সাথে চুক্তিবদ্ধ হলেন রোনাল্ডো
২০২৭ সাল পর্যন্ত আল-নাসারের সাথে চুক্তিবদ্ধ হলেন রোনাল্ডোছবি - ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক্স হ্যান্ডেল
Published on

২০২৭ সাল পর্যন্ত আল নাসারের সাথেই চুক্তিবদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদির ক্লাবের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি করলেন পর্তুগিজ সুপারস্টার। ফলে ইউরোপে প্রত্যাবর্তনের সমস্ত সম্ভাবনা আপাতত বন্ধ হয়ে গেল।

আল-নাসারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয়েছে, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ক্লাবে ২০২৭ সাল পর্যন্ত থাকবেন।" রোনাল্ডো সমাজমাধ্যমে জানান, "এক নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসাথে ইতিহাস গড়ি।"

এই ঘোষণার পরই প্রকাশ্যে আসে রোনাল্ডোর বিশাল অঙ্কের চুক্তি। যেখানে তিনি শুধু আর্থিক দিক থেকেই নয়, মালিকানা ও পারফরম্যান্স বোনাসও পাবেন। তাঁর জন্য থাকছে ব্যক্তিগত জেট বিমানের ব্যবস্থাও।

চুক্তির শর্তাবলী অনুযায়ী: প্রতি বছর রোনাল্ডোর আয় হবে ১৭৮ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২ হাজার কোটিরও বেশি)।

সাইনিং বোনাস: ২৪.৫ মিলিয়ন পাউন্ড (দ্বিতীয় বছরে বেড়ে হবে ৩৮ মিলিয়ন পাউন্ড)

সৌদি প্রো লিগ জয় করলে: ৮ মিলিয়ন পাউন্ড বোনাস

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে: ৫ মিলিয়ন বোনাস

গোল্ডেন বুট পেলে: ৪ মিলিয়ন বোনাস

আল-নাসরের ১৫% শেয়ার মালিকানা (প্রায় ৩৩ মিলিয়ন পাউন্ড)

প্রতি গোল: ৮০ হাজার পাউন্ড, প্রতি অ্যাসিস্ট: ৪০ হাজার পাউন্ড (দ্বিতীয় বছরে ২০% বৃদ্ধি হবে)

ব্যক্তিগত জেট ব্যবহারের খরচ: ৪ মিলিয়ন পাউন্ড, যা ক্লাব বহন করবে এবং স্পনসর চুক্তি থেকেও আসবে ৬০ মিলিয়ন পাউন্ড।

উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবের ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন সি আর সেভেন। গত মরসুমে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েও দলকে শিরোপা এনে দিতে পারেননি। তৃতীয় স্থানে শেষ করে আল-নাসার।

তবে কিছু মাস আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে রোনাল্ডো লেখেন, "এই অধ্যায় শেষ"। অনেকেই ভেবেছিলেন আল-নাসার ছেড়ে অন্য ক্লাবে যেতে পারেন রোনাল্ডো। কিন্তু তা হল না।

২০২৭ সাল পর্যন্ত আল-নাসারের সাথে চুক্তিবদ্ধ হলেন রোনাল্ডো
CAB: কলকাতা ময়দানে বেনজির ঘটনা, সিএবি কোষাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!
২০২৭ সাল পর্যন্ত আল-নাসারের সাথে চুক্তিবদ্ধ হলেন রোনাল্ডো
ENG vs IND Test: 'বিপজ্জনক হতে পারে...' - দ্বিতীয় টেস্টের আগে বুমরাহকে নিয়ে সতর্কবার্তা শাস্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in