
২০২৭ সাল পর্যন্ত আল নাসারের সাথেই চুক্তিবদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদির ক্লাবের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি করলেন পর্তুগিজ সুপারস্টার। ফলে ইউরোপে প্রত্যাবর্তনের সমস্ত সম্ভাবনা আপাতত বন্ধ হয়ে গেল।
আল-নাসারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয়েছে, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ক্লাবে ২০২৭ সাল পর্যন্ত থাকবেন।" রোনাল্ডো সমাজমাধ্যমে জানান, "এক নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসাথে ইতিহাস গড়ি।"
এই ঘোষণার পরই প্রকাশ্যে আসে রোনাল্ডোর বিশাল অঙ্কের চুক্তি। যেখানে তিনি শুধু আর্থিক দিক থেকেই নয়, মালিকানা ও পারফরম্যান্স বোনাসও পাবেন। তাঁর জন্য থাকছে ব্যক্তিগত জেট বিমানের ব্যবস্থাও।
চুক্তির শর্তাবলী অনুযায়ী: প্রতি বছর রোনাল্ডোর আয় হবে ১৭৮ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২ হাজার কোটিরও বেশি)।
সাইনিং বোনাস: ২৪.৫ মিলিয়ন পাউন্ড (দ্বিতীয় বছরে বেড়ে হবে ৩৮ মিলিয়ন পাউন্ড)
সৌদি প্রো লিগ জয় করলে: ৮ মিলিয়ন পাউন্ড বোনাস
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে: ৫ মিলিয়ন বোনাস
গোল্ডেন বুট পেলে: ৪ মিলিয়ন বোনাস
আল-নাসরের ১৫% শেয়ার মালিকানা (প্রায় ৩৩ মিলিয়ন পাউন্ড)
প্রতি গোল: ৮০ হাজার পাউন্ড, প্রতি অ্যাসিস্ট: ৪০ হাজার পাউন্ড (দ্বিতীয় বছরে ২০% বৃদ্ধি হবে)
ব্যক্তিগত জেট ব্যবহারের খরচ: ৪ মিলিয়ন পাউন্ড, যা ক্লাব বহন করবে এবং স্পনসর চুক্তি থেকেও আসবে ৬০ মিলিয়ন পাউন্ড।
উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবের ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন সি আর সেভেন। গত মরসুমে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েও দলকে শিরোপা এনে দিতে পারেননি। তৃতীয় স্থানে শেষ করে আল-নাসার।
তবে কিছু মাস আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে রোনাল্ডো লেখেন, "এই অধ্যায় শেষ"। অনেকেই ভেবেছিলেন আল-নাসার ছেড়ে অন্য ক্লাবে যেতে পারেন রোনাল্ডো। কিন্তু তা হল না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন