
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে বেশ চাপে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতীয় শিবিরকে ভাবাচ্ছে বুমরাহ বাদে অন্যান্য বোলারদের ছন্দ এবং ফিল্ডিং। দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলকে জসপ্রীত বুমরাহ নিয়ে সতর্কবার্তা দিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (IND VS ENG Test) প্রথম টেস্টে ভারতের পরাজয়ের পর দলের কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, দ্বিতীয় টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া শুবমন গিলের নেতৃত্বাধীন দলের জন্য বিপজ্জনক সিদ্ধান্ত হতে পারে।
প্রথম টেস্টে হারের পর স্কাই স্পোর্টস ক্রিকেটে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “বুমরাহ বলেছেন তিনি সিরিজে তিনটি ম্যাচ খেলবেন। এখন প্রশ্ন হলো, কোন তিনটি খেলবেন? আমার মনে হয় তিনি লর্ডসে খেলতে চাইবেন, সেক্ষেত্রে যদি কোনও ম্যাচে বিরতি নেন, তবে সেটা হবে দ্বিতীয় টেস্ট। যদি তেমনটা হয় তাহলে এটি বিপজ্জনক সিদ্ধান্ত হতে পারে। কারণ যদি দ্বিতীয় ম্যাচেও হার হয়, ভারত ২-০ ব্যবধানে পিছিয়ে পড়বে। আমি মনে করি তাঁকে এই ম্যাচে খেলতেই হবে।”
শাস্ত্রী আরও বলেন, “ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সিরিজ হাতছাড়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু সেটা হয়নি। দ্বিতীয় টেস্টেই জবাব দিতে হবে।”
ভারতের দ্বিতীয় টেস্ট রয়েছে বার্মিংহামে। আগামী ২ জুলাই থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর এই ম্যাচের আগেই টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হল পেসার হর্ষিত রানাকে। তিনি প্রথম থেকেই দলে ছিলেন না। লিডসে প্রথম টেস্টের আগে দলে নেওয়া হয়েছিল তাঁকে। বিসিসিআই সূত্রে খবর, দলের এক পেসারের চোট থাকায় ব্যাকআপ বোলার হিসেবে হর্ষিতকে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর প্রয়োজন এখন না আর নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন