Paul Pogba: ১৮ মাস নির্বাসন কাটিয়ে ফের ময়দানে পোগবা, খেলতে পারেন মোনাকোর হয়ে!

People's Reporter: ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের প্রাক্তন তারকা পোগবাকে ২০২৩ সালের শুরুর দিকে ডোপিং-র অভিযোগে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে CAS তাঁর নিষেধাজ্ঞা ১৮ মাসে কমিয়ে আনে।
পল পোগবা
পল পোগবাছবি - পল পোগবার ফেসবুক পেজ
Published on

নিষেধাজ্ঞা কাটিয়ে পেশাদার ফুটবলে বড় প্রত্যাবর্তনের পথে পল পোগবা (Paul Pogba)। ফরাসি মিডফিল্ডার ফ্রান্সের লিগ ওয়ান ক্লাব এএস মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন বলে দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম Le Parisien।

ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের প্রাক্তন তারকা পোগবাকে ২০২৩ সালের শুরুর দিকে ডোপিং-র অভিযোগে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) তাঁর নিষেধাজ্ঞা ১৮ মাসে কমিয়ে আনে। চূড়ান্ত রায়ে জানানো হয়, পোগবা অনিচ্ছাকৃতভাবে DHEA গ্রহণ করেছিলেন। এটি টেস্টোস্টেরন উৎপাদন বাড়ায়। যা ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায় রয়েছে।

পোগবার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই তিনি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পোগবা জুন মাসের শুরুতেই মোনাকো ক্লাব কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে কোনো পেশাদার ম্যাচ না খেললেও, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের ট্রেনিং রুটিন শেয়ার করছিলেন পোগবা। মনে করা হচ্ছে, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুশীলনে রয়েছেন।

মোনাকোতে যোগ দিলে পোগবা আবারও চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ফিরবেন। কারণ গত মরসুমে মোনাকো লিগ ওয়ানে পিএসজি ও মার্সেইর পর তৃতীয় স্থান অর্জন করে ইউরোপের অন্যতম সেরা প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করেছে।

পল পোগবা
ENG vs IND Test: শুবমনের নেতৃত্বে প্রথম টেস্টেই হার, ভারতীয় দলের খেলায় অসন্তুষ্ট গাভাসকর!
পল পোগবা
ENG vs IND Test: 'আমাদের থেকেও ওরা বেশি হতাশ' - প্রথম টেস্ট হারলেও দলের পাশে গুরু গম্ভীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in