
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুটা ভালো হল না ভারতের। দুই ইনিংসে ৫টি সেঞ্চুরি নিয়েও ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারলো ভারত। ম্যাচে একাধিক ক্যাচ মিস করার খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে। শুবমন গিলের অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ধরাশায়ী হল ভারত। যদিও ভারতের হেড কোচ গম্ভীর দলের ক্রিকেটারদের পাশেই রয়েছেন।
মঙ্গলবার ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেন, “মানুষ ব্যর্থ হতেই পারে। তারা নিজেরাও আমাদের চেয়ে বেশি হতাশ। আমি এখানে কাউকে দোষারোপ করতে আসিনি। আমরা দল হিসেবে খেলি, জিতি বা হারি, সেটা একসাথেই।”
অধিনায়ক শুবমন গিলের প্রথম টেস্টেই পরাজয় নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, “এটা তার জন্য বড় সুযোগ ও সম্মান। স্নায়ুচাপ থাকা স্বাভাবিক। কিন্তু সে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে। তার মধ্যে একজন সফল অধিনায়ক হওয়ার সব গুণ আছে। শুধু সময় দিতে হবে।”
প্রথম ইনিংসে ভারতের লোয়ার অর্ডারের ব্যর্থতা নিয়ে গম্ভীর জানান, “এটা হতাশাজনক, কিন্তু ব্যর্থতা ক্রিকেটেরই অংশ। এমনকি শুধুমাত্র যারা ব্যাটার তারাও মাঝে মাঝে ব্যর্থ হয়। আমাদের লোয়ার অর্ডার থেকে আরও অবদান দরকার কিন্তু এটিই হারের একমাত্র কারণ নয়।”
শার্দুল ঠাকুরের পারফর্ম্যান্স নিয়ে বলেন, “তাঁকে প্রধান বোলার হিসেবে নয়, বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে। জাদেজার ভালো বোলিংয়ের কারণে শার্দুলকে কম ব্যবহার করা হয়েছে। তবে সে দুটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে।”
উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৪৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানে থেমে যান শুবমন গিলরা। ইংল্যান্ড ৩৭৩ রান করে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন