
ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ দেখানোর শাস্তি পেতে হল ঋষভ পন্থকে। তাঁর বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের অভিযোগ ওঠে। আইসিসি নিয়ম লঙ্ঘনের জন্য ২ বছর পর এই প্রথম শাস্তি পেলেন তিনি।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারে। হ্যারি ব্রুক এবং বেন স্টোকস ব্যাট করছিলেন। বলের অবস্থা নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে বার বার আম্পায়ারের কাছে অভিযোগ জানানো হচ্ছিল। বলটি খেলার যোগ্য নয় বলে সরব হন শুবমন গিল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থরা। অন্য বলের দাবি জানালে আম্পায়াররা তা প্রত্যাখ্যান করেন। এরপরই পন্থ আম্পায়ারের সিদ্ধান্তে মাঠেই হতাশা প্রকাশ করেন। বলটি মাটিতে ছুঁড়ে মারেন, যা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী স্পোর্টসম্যানশিপের পরিপন্থী।
আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, পন্থ আইসিসি আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন। যা "আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ" সম্পর্কিত। শাস্তি হিসেবে তাঁর শৃঙ্খলাবদ্ধ রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত দু'বছরে এটিই তাঁর প্রথম শাস্তি।
আইসিসি জানায়, কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি কারণ পন্থ স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই সিদ্ধান্ত ঘোষণা করেন। লেভেল ১ ধরণের অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফি'র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট প্রদান।
ঋষভ দুই ইনিংসেই সেঞ্চুরি করলেও বর্তমানে চাপে রয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ২৫৩।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন