ENG vs IND Test: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট, ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে SENA দেশের 'রাজা' বুমরাহ!

People's Reporter: এশিয়ান বোলার হিসেবে SENA দেশে টেস্টে উইকেট নেওয়ার নিরিখে ওয়াসিম আক্রমকে টপকে গেলে বুমরাহ। ওয়াসিম আক্রমের উইকেট সংখ্যা ১৪৭ (৩২ ম্যাচে)।
জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG Test) প্রথম টেস্টে দুর্দান্ত বোলিংয়ে জ্বলে উঠলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ (Bumrah)। রবিবার প্রথম ইনিংসে তিনি ২৪.৪ ওভারে ৫ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপে ধস নামান। তাঁর বোলিং-র সময় একাধিক ক্যাচ মিস হলেও SENA দেশে এশিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেটের মালিক হলেন বুমরাহ।

৬ রানের লিড নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ করেছে ভারত। আর ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। তবে একাধিক ক্যাচ মিস না হলে ইংল্যান্ডের ইনিংস অনেক আগেই শেষ হয়ে যেত। বুমরাহর বলে ক্যাচ মিস করেন রবীন্দ্র জাদেজার মতো বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারও।

ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, "শুধু এক সেকেন্ডের জন্য (হতাশা), কিন্তু আপনি সেটা নিয়ে বসে থাকতে পারেন না। খেলাটা চালিয়ে যেতে হয়। যারা ক্যাচ ফেলেছে তারা কেউ ইচ্ছা করে এটা করে না। আমি কোনও অপ্রীতিকর দৃশ্য তৈরি করতে চাই না। আমি রেগে গেলে তাদের উপর আরও চাপ বাড়বে।"

বুমরাহর এই পারফরম্যান্স তাঁকে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশের মাটিতে দশম পাঁচ উইকেট শিকারকারী ভারতীয় হিসেবে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই রেকর্ডে তিনি প্রথম ভারতীয়। আর মাত্র দুইবার পাঁচ উইকেট নিলেই তিনি পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে টপকে যাবেন। আর বিদেশের মাটিতে ৫ উইকেট নেওয়ার তালিকায় কপিল দেবকে স্পর্শ করলেন বুমরাহ। কপিল দেব বিদেশের মাটিতে টেস্টে ১২ বার ৫ উইকেট নিয়েছিলেন। বুমরাহর কাছে সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।

এমনকি এশিয়ান বোলার হিসেবে SENA দেশে টেস্টে উইকেট নেওয়ার নিরিখে ওয়াসিম আক্রমকে টপকে গেলে বুমরাহ। ওয়াসিম আক্রমের উইকেট সংখ্যা ১৪৭ (৩২ ম্যাচে)। বুমরাহ এখনও পর্যন্ত ১৫০টি উইকেট নিয়েছেন (৩১ ম্যাচে)।

অধিনায়কত্ব গ্রহণ না করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে বুমরাহ বলেন, “আমি আমার শরীরের যত্ন নিতে চাই। প্রতিটি ম্যাচ খেলতে না পারলে অধিনায়কত্ব নিলে দলের প্রতি সুবিচার হবে না। আমি দলের জন্য একজন খেলোয়াড় হিসেবেই অবদান রাখতে চাই।”

বুমরাহর ঝলকে ইংল্যান্ড ৪৬৫ রানে অলআউট হয়, যেখানে ওলি পোপ (১০৬) ও হ্যারি ব্রুক (৯৯) বড় ভূমিকা নেন। যদিও ব্রুককে একবার শূন্য রানে আউট করেছিলেন বুমরাহ, তা নো বল হিসেবে গণ্য হওয়ায় সুযোগ হাতছাড়া হয়।

দিনশেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৯০/২ রান তোলে, ৯৬ রানের লিড নেয়। কেএল রাহুল ৪৭* ও শুবমন গিল ৬* রানে অপরাজিত থাকেন।

জসপ্রীত বুমরাহ
Bhaichung Bhutia: 'কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে' - বিস্ফোরক বাইচুং ভুটিয়া
জসপ্রীত বুমরাহ
ENG vs IND Test: ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি, প্রথম ভারতীয় বাঁহাতি ওপেনার হিসেবে রেকর্ড যশস্বীর!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in