Bhaichung Bhutia: 'কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে' - বিস্ফোরক বাইচুং ভুটিয়া

People's Reporter: ফেডারেশন নির্বাচনে কল্যাণের কাছে ৩৩-১ ব্যবধানে হারেন বাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল যখন তলানিতে তখন আর চুপ থাকতে পারলেন না বাইচুং।
Bhaichung Bhutia: 'কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে' - বিস্ফোরক বাইচুং ভুটিয়া
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেই চলেছেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। এবার তিনি কল্যাণের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করলেন।

ফেডারেশন নির্বাচনে কল্যাণের কাছে ৩৩-১ ব্যবধানে হারেন বাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল যখন তলানিতে তখন আর চুপ থাকতে পারলেন না বাইচুং। কলকাতায় ক্রীড়া সাংবাদিক সম্মেলন করে বাইচুং বললেন, 'ভারতীয় ফুটবল বেশ কয়েক বছরে তলানিতে নেমেছে। র‍্যাঙ্কিং কোথা থেকে কোথায় নেমেছে। কল্যাণ আসার আগে ভারত ১০০-র মধ্যে ছিল। আর ভারত এখন ১৩৩ নম্বরে'।

তিনি আরও বলেন, 'এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য ভারত স্ট্রাগল করছে। আমরা যখন খেলতাম ১৬টা দল খেলতো এএফসি কাপে। আর এখন ২৪টা দল। তবুও এই শোচনীয় অবস্থা। তার কারণ ফেডারেশনের অকর্মণ্যতা। কল্যাণ চৌবে বলেছিলেন, ২০২৬ সালে ভারত এশিয়ার শীর্ষ ১০ দেশের মধ্যে আসবে। এখন তিনি বলছেন আরও ১০ বছর সময় লাগবে। এবার বিপদ ঘণ্টা বেজে গিয়েছে। যতদিন নতুন ফুটবলার তৈরি করা যাবে না, ততদিন উন্নতি হবে না। তৃণমূল স্তরে শক্তিশালী করতে হবে।'

পাশাপাশি বাইচুং বলেন, 'মাত্র ২ লক্ষ টাকায় গ্রাসরুট লেভেলে ভালো ফুটবলার তৈরি সম্ভব নয়। কল্যাণ চৌবে জুমলা বাজি করছেন। ফুটবলারদের সপ্তাহে অন্তত একটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা উচিত। কিন্তু সেটা হয় না। মাত্র ১০ দিনের প্রোগ্রাম করা হয়। আর সেই জন্য ফুটবল অ্যাকাডেমি দরকার। ভারতে এমনিতেই ফুটবল কম খেলা হয়। আর ফেডারেশন প্রেসিডেন্টের জন্য সেই অ্যাকাডেমি কাজ করতে পারছে না। বেশির ভাগ জুনিয়র ফুটবলার আসছে প্রাইভেট অ্যাকাডেমি থেকে। বিশ্বকাপ আমাদের কাছে স্বপ্ন। ফেডারেশনের ম্যানেজমেন্ট গত তিন বছর ধরে একেবারেই জঘন্য। আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন।'

বাইচুংয়ের অভিযোগ, '১৯৯৯ সাল থেকে ভারতের ক্যাপ্টেন ছিলাম। ২০১১ সালে অবসর নিই। এত বছর খেলেছি, কল্যাণ চৌবেকে কোনওদিন ভারতীয় দলে খেলতে অন্তত আমি দেখিনি। অথচ উনি বলে বেড়াচ্ছেন তিনি নাকি ভারতীয় দলে খেলেছেন। আমরা এক সময়ের জন্য হলেও তাঁকে ভারতীয় টিমে কোনও দিন দেখিনি। তাঁর জন্য ফেডারেশনের প্রচুর দুর্নাম হয়েছে। সর্বত্র দুর্নীতির অভিযোগ কল্যাণের আমলে। কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে।'

Bhaichung Bhutia: 'কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে' - বিস্ফোরক বাইচুং ভুটিয়া
Neeraj Chopra: প্যারিসে স্বপ্নপূরণ, দু'বছর পর ডায়মন্ড লিগে সোনা জয় নীরজ চোপড়ার!
Bhaichung Bhutia: 'কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে' - বিস্ফোরক বাইচুং ভুটিয়া
IND vs ENG: 'পতৌদি' অতীত, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম 'অ্যান্ডরসন-তেন্ডুলকর ট্রফি'!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in