
ফের একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গর্বিত করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League) ৮৮.১৬ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতলেন তিনি। প্রথম থ্রোতেই বাজিমাত করেন ভারতের 'সোনার ছেলে'।
শুক্রবার রাতে প্রথম রাউন্ডেই ৮৮.১৬ মিটার থ্রো করে প্রথম স্থান অর্জন করেন ২৭ বছর বয়সী নীরজ। দ্বিতীয় রাউন্ডে তিনি ৮৫.১০ মিটার থ্রো করেন, তবে পরবর্তী তিনটি থ্রো ফাউল হয়। শেষ রাউন্ডে তাঁর থ্রো ছিল ৮২.৮৯ মিটার। দু'বছর পর ডায়মন্ড লিগে সোনা জিতলেন তিনি।
জার্মান প্রতিদ্বন্দ্বী জুলিয়ান ওয়েবার ৮৭.৮৮ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং ব্রাজিলের লুইজ মরিসিও দা সিলভা ৮৬.৬২ মিটার থ্রো করে তৃতীয় হন।
খেলার পর নীরজ বলেন, “আমি আমার থ্রো নিয়ে খুশি। রান-আপে গতি একটু বেশি ছিল, তাই ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু ফলাফল সন্তোষজনক।”
তিনি আরও বলেন, “আমি জানি ৯০ মিটার পেরিয়ে যেতে পারি, সেটা দোহাতেই প্রমাণ করেছি। আবহাওয়া, কন্ডিশন এবং শরীরের উপর নির্ভর করে সবকিছু। আশা করি এই মরসুমে আরও ভালো পারফর্ম করতে পারব।”
২০২৩ সালের জুন মাসে লুসানে ৮৭.৬৬ মিটার থ্রো করে শেষবার ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন নীরজ। এরপর ছয়টি ডায়মন্ড লিগ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।
প্রসঙ্গত, ২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ তাঁর কেরিয়ারের সেরা ৯০.২৩ মিটার থ্রো করেছিলেন, যদিও শেষ মুহূর্তে জার্মানির ওয়েবার ৯১.০৬ মিটার থ্রো করে শিরোপা জয় করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন