
কেরিয়ারের সেরা থ্রো করেও দ্বিতীয় হলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লিগে তিনি ৯০.২৩ মিটার থ্রো করলেন। তবে জার্মানির ওয়েবার ৯১.০৬ মিটার থ্রো করে প্রথম স্থান অর্জন করেছেন।
তিনি যে মাঠে নামেন রেকর্ড গড়তে তা আগেও প্রমাণ করেছেন। এবারও ব্যাতিক্রম কিছু হল না। ২০২৫ দোহা ডায়মন্ড লিগে তৃতীয় থ্রোতে বাজিমাত করেন নীরজ। প্রথম থ্রোতে ৮৮.৪৪ মিটার থ্রো করেন। দ্বিতীয় থ্রোটি বাতিল হয়। তৃতীয় থ্রোতে ৯০.২৩ মিটার থ্রো করেন। একটা সময় মনে হচ্ছিল তিনিই চ্যাম্পিয়ন হবেন। কিন্তু শেষ থ্রোতে বাজিমাত করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি থ্রো করেন ৯১.০৬ মিটার।
নীরজ এশিয়ার মধ্যে তৃতীয় অ্যাথলিট তিনি যিনি ৯০ মিটার বা তার বেশি থ্রো করেছেন। এছাড়া বিশ্বে ২৬ জন অ্যাথলিটের মধ্যেও জায়গা করেছেন তিনি যাঁরা ৯০ মিটার বা তার বেশি থ্রো করেছেন। তিনি এই তালিকায় ২৪ নম্বরে রয়েছেন।
প্রতিযোগিতার পর নীরজ বলেন, "৯০ মিটার থ্রো করতে পেরে আমি খুব খুশি। আমার কোচ জ্যান জেলেজনি বলেছিলেন আমি ৯০ মিটার থ্রো করতে পারব। বাতাস সাহায্য করে এবং আবহাওয়া একটু উষ্ণ থাকায় আরও সুবিধা হয়। আমি জুলিয়ানকেও বলেছিলাম যে আমরা ৯০ মিটার থ্রো করলেও করতে পারি। আমি তাঁর (জুলিয়ান) জন্যও খুশি"।
"আমি বিশ্বাস করি আসন্ন ইভেন্টগুলিতে আমি এর চেয়েও বেশি দৌড় দিতে পারব। আমরা কিছু দিক নিয়ে কাজ করব এবং এই মরসুমে আবার ৯০ মিটার দৌড় দেব", বলেন নীরজ।
নীরজের এই সাফল্যে আনন্দিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে নীরজকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "অসাধারণ এক কীর্তি! দোহা ডায়মন্ড লীগ ২০২৫-এ ৯০ মিটার থ্রোয়ের মাইলফলক অতিক্রম করে তাঁর ব্যক্তিগত সেরা থ্রো অর্জনের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। এটি তাঁর নিরলস নিষ্ঠা, শৃঙ্খলা এবং আবেগের ফলাফল। ভারত আনন্দিত এবং গর্বিত।"
এর আগে নীরজ চোপড়ার সেরা থ্রো ছিল ২০২২ স্টকহোম ডায়মন্ড লিগে। ওই প্রতিযোগিতায় তিনি ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন। ২০২৪ লুসেন ডায়মন্ড লিগে ৮৯.৪৯ মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক ফাইনালে ৮৯.৪৫ মিটার থ্রো করেছিলেন এবং ২০২৪ প্যারিস অলিম্পিক কোয়ালিফায়ারে ৮৯.৩৪ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন