
আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হবে আইপিএল-র দ্বিতীয় পর্ব। বাকি থাকা ১৩টি ম্যাচ ৬টি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে, এবং ফাইনাল ম্যাচটি নির্ধারিত হয়েছে আগামী ৩ জুন।
আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। এছাড়া লখনউ সুপার জায়ান্ট ৩টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারলেই ছিটকে যাবে। লড়াইয়ে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই, পাঞ্জাব, দিল্লি এবং গুজরাট।
খেলোয়াড়রা এখন নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে প্রস্তুত। তবে, ইনজুরি ও জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কিছু পরিবর্তন করেছে। দেখে নেওয়া যাক কোন কোন দলে কী পরিবর্তন হয়েছে -
পাঞ্জাব কিংস (পিবিকেএস):
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া লকি ফার্গুসনের পরিবর্তে দলে এসেছেন কাইল জেমিসন।
আঙুলে চোট পাওয়া গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্ত হিসেবে এসেছেন মিচেল ওয়েন।
গুজরাট টাইটানস (জিটি):
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশগ্রহণের জন্য অনুপস্থিত জস বাটলারের পরিবর্তে দলে ঢুকেছেন কুশল মেন্ডিস।
লখনউ সুপার জায়ান্টস (এলএসজি):
পিঠের ইনজুরিতে পড়া মায়াঙ্ক যাদবের পরিবর্তে খেলবেন উইলিয়াম ও'রুর্ক।
মুম্বই ইন্ডিয়ানস (এমআই):
ইংল্যান্ড দলে যোগ দেওয়া উইল জ্যাকসের জায়গায় এসেছেন জনি বেয়ারস্টো।
জাতীয় দায়িত্বে থাকা রায়ান রিকেলটনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন রিচার্ড গ্লিসন।
দিল্লি ক্যাপিটালস (ডিসি):
ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে এসেছেন মুস্তাফিজুর রহমান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন