
শুক্রবার থেকে পতৌদি ট্রফি নামের পরিবর্তে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে অ্যান্ডরসন-তেন্ডুলকর ট্রফি। দুই দেশের কিংবদন্তিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন ট্রফিটির আনুষ্ঠানিক উন্মোচন করেছে। শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই এই ঐতিহাসিক ট্রফির যাত্রা শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যান্ডারসন ও টেন্ডুলকার দুজনেই উপস্থিত ছিলেন।
অতীতে এই সিরিজ পরিচিত ছিল “পতৌদি ট্রফি” নামে। সেই ঐতিহ্য বজায় রেখে পতৌদি পরিবারের সম্মানে এবার “পতৌদি পদক” চালু হচ্ছে। যা সিরিজজয়ী দলের অধিনায়ককে প্রদান করা হবে।
ইংল্যান্ডের হয়ে ১৮৮টি টেস্ট খেলে ৭০৪ উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন বলেন, “শচীন এবং আমার নামে এই আইকনিক সিরিজের নামকরণ আমার এবং আমার পরিবারের জন্য এক গর্বের মুহূর্ত। আমাদের দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা বরাবরই তীব্র, ঐতিহাসিক এবং স্মরণীয় মুহূর্তে ভরা।”
ভারতের বিপক্ষে ৩৯ টেস্টে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা ১৪৯, যার মধ্যে ছয়টি পাঁচ উইকেট নেওয়া ইনিংস রয়েছে।
শচীন তেন্ডুলকর বলেন, “টেস্ট ক্রিকেট জীবনের প্রতীক। এটি ধৈর্য, শৃঙ্খলা শেখায়। ইংল্যান্ড ও ভারতের এই প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
ইংল্যান্ডের বিপক্ষে ৫১.৭৩ গড়ে ২,৫৩৫ রান করা এই ব্যাটিং লিজেন্ড তাঁর সর্বোচ্চ টেস্ট স্কোরটি করেছিলেন হেডিংলিতে, যেটি এবার সিরিজের গুরুত্বপূর্ণ ভেন্যু।
পতৌদি ট্রফির ইতিহাসে এগিয়ে ইংল্যান্ডই। ২০০৭ সালে ৩ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী হয় ভারত। ২০১১ সালে ৪ টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানেই পরাজিত হয় ভারত। ২০১৪ সালে দুই দেশের মধ্যে ৫ টেস্টের সিরিজ হয়। যার মধ্যে ভারত ৩-১ ব্যবধানে পরাজিত হয়। তাছাড়া ২০১৮ সালে ৫ টেস্টের সিরিজে ৪-১ ব্যবধানে জয়ী হয়েছিল ইংল্যান্ড এবং ২০২১-২২ মরসুমে ৫ টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন