Real Oviedo: ২৪ বছর পর লা লিগায় ফিরছে রিয়াল ওভিয়েডো!

People's Reporter: প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল ওভিয়েডো। দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় তারা।
Real Oviedo: ২৪ বছর পর লা লিগায় ফিরছে রিয়াল ওভিয়েডো!
ছবি - রিয়াল ওভিয়েডোর ফেসবুক পেজ
Published on

২৪ বছর পর লা লিগায় (La Liga) ফিরছে রিয়াল ওভিয়েডো (Real Oviedo)। তারকা মিডফিল্ডার সান্টি কাজোরলার নেতৃত্বে স্বপ্নপূরণ হল স্প্যানিশ ক্লাবটির।

রবিবার লা লিগা প্রোমোশন প্লে-অফের দ্বিতীয় লেগে মিরান্দেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভ করে ওভিয়েডো। আর সেই জয়ের অন্যতম কারিগর হলেন ৪০ বছর বয়সী কাজোরলা। ৩৯ মিনিটে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় ওভিয়েডো।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল ওভিয়েডো। দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় তারা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে ২৪ বছর পর লা লিগায় খেলার সুযোগ পেল ক্লাবটি।

ম্যাচের পর কাজোরলা বলেন, "৪০ বছর বয়সে আমি মনে করি এটি আমার জীবনের সেরা অভিজ্ঞতা। অনেক ট্রফি জিতেছি, স্পেনের হয়ে খেলেছি, কিন্তু এই অনুভূতির সঙ্গে কিছুই তুলনীয় নয়।"

লা লিগার সর্বনিম্ন অনুমোদিত বার্ষিক বেতন (৯০,০০০ পাউন্ড) গ্রহণ করে ক্লাবের প্রতি নিজের ভালোবাসার নিদর্শন রেখেছেন কাজোরলা। তিনি জানান, “আমি চাইনি ক্লাবের উপর বোঝা হয়ে থাকি। আমি চেয়েছিলাম সাহায্য করতে, এমনকি প্রয়োজনে বিনামূল্যেও খেলতাম।”

আর্সেনালে খেলার সময় ২০১৬ সালে মারাত্মক অ্যাকিলিস ইনজুরির শিকার হন কাজোরলা। ১১টি অস্ত্রোপচারের পরও এক সময় ডাক্তাররা জানিয়ে দেন, হয়তো তিনি আর কখনও হাঁটতে পারবেন না। কিন্তু দীর্ঘ ৬৩৬ দিন পর মাঠে ফেরেন এই তারকা ফুটবলার।

ওভিয়েডোর যুব অ্যাকাডেমিতে কেরিয়ার শুরু করলেও ২০০৩ সালে ক্লাবের আর্থিক সঙ্কটের কারণে কাজোরলাকে ছেড়ে যেতে হয়। এরপর ভিলারিয়াল, মালাগা, আর্সেনাল ও কাতারের আল-সাদের হয়ে খেলেন তিনি। ২০২৩ সালে ওভিয়েদোতে ফেরেন তিনি। স্পেনের জাতীয় দলের হয়ে ৮১টা ম্যাচ খেলেছেন কাজোরলা। ২০০৮ ও ২০১২ সালে ইউরোজয়ী দলেও ছিলেন তিনি।

Real Oviedo: ২৪ বছর পর লা লিগায় ফিরছে রিয়াল ওভিয়েডো!
১৩-০ গোলে জয়! মঙ্গোলিয়াকে গোলের মালা পরিয়ে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্ব শুরু ভারতের মহিলা ব্রিগেডের
Real Oviedo: ২৪ বছর পর লা লিগায় ফিরছে রিয়াল ওভিয়েডো!
IPL: আরসিবির ট্রফি জয়ের উদযাপন থেকে শিক্ষা, একাধিক কড়া নির্দেশিকা জারি করতে চলেছে BCCI

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in