প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - আরসিবির ফেসবুক পেজ

IPL: আরসিবির ট্রফি জয়ের উদযাপন থেকে শিক্ষা, একাধিক কড়া নির্দেশিকা জারি করতে চলেছে BCCI

People's Reporter: গত ৪ জুন আরসিবির ট্রফি জয়ের উদযাপনে ১১ জন সমর্থকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই।
Published on

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র আইপিএল (IPL) জয়ের পর উদযাপনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে তার জন্য একাধিক নির্দেশিকা তৈরি করছে বিসিসিআই (BCCI)। আগামী মরসুম থেকেই নিয়মগুলি চালু হয়ে যাবে।

গত ৪ জুন আরসিবির (RCB) ট্রফি জয়ের উদযাপনে পদপিষ্ট হয়ে ১১ সমর্থকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। ক্রিকেট ভক্ত এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই নয়া নির্দেশিকা বলে জানিয়েছে বোর্ড।

বেঙ্গালুরু কাণ্ডের পর বিসিসিআই তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে, যারা ভবিষ্যতের আইপিএল উদযাপন ও জনসমাগম সংক্রান্ত নীতিমালা তৈরি করবে। বলে রাখা ভালো, শুরুতে বিসিসিআই বেঙ্গালুরুর ঘটনার দায় নেয়নি।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডে-কে জানান, “আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আমরা সবদিক খতিয়ে দেখছি।”

তিনি আরও বলেন, “এখন থেকে কোনও দল আইপিএল জয়ের পর জনসমক্ষে উদযাপন করতে চাইলে, তাদের আনুষ্ঠানিকভাবে বোর্ডের অনুমতি নিতে হবে। নির্দেশিকা মানা বাধ্যতামূলক করা হবে।”

সূত্রের খবর, নতুন নিরাপত্তা গাইডলাইনে থাকছে, জয়ের পর ৩-৪ দিনের মধ্যে কোনও উদযাপন নয়। উদযাপনের জন্য প্রয়োজন যথাযথ প্রস্তুতি। বোর্ডের লিখিত অনুমোদন ছাড়া কোনও রোড শো বা জনসমাবেশ করা যাবে না।

পাশাপাশি নয়া নির্দেশিকায় থাকছে, ৪ থেকে ৫ স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। যা বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত থাকতে হবে। পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে। খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে পুরো ইভেন্ট জুড়ে।

প্রসঙ্গত, গত ৪ জুন কর্ণাটকের বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত আইপিএল ট্রফি নিয়ে শোভাযাত্রা করার আবেদন জানিয়েছিল আরসিবি। যানজটের কারণে সেই শোভাযাত্রার অনুমতি দেয়নি কর্ণাটক পুলিশ। যার কারণে শুধুমাত্র চিন্নাস্বামী স্টেডিয়ামের মধ্যেই উদযাপন করা হবে বলে স্থির হয়। বিনামূল্যে কুপন সিস্টেমে সমর্থকদের প্রবেশের ব্যবস্থা করা হয়। ভিড় এতই বেশি ছিল যে সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়।

মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে কর্ণাটক সরকার। পরে আরসিবিরি তরফ থেকেও ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়।

প্রতীকী ছবি
ENG vs IND Test: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট, ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে SENA দেশের 'রাজা' বুমরাহ!
প্রতীকী ছবি
Bhaichung Bhutia: 'কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে' - বিস্ফোরক বাইচুং ভুটিয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in