১৩-০ গোলে জয়! মঙ্গোলিয়াকে গোলের মালা পরিয়ে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্ব শুরু ভারতের মহিলা ব্রিগেডের

People's Reporter: সোমবার থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে ফিফা ক্রমতালিকায় ১২৬ নম্বরে থাকা মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা ব্রিগেড (৭০)।
১৩-০ গোলে জয়! মঙ্গোলিয়াকে গোলের মালা পরিয়ে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্ব শুরু ভারতের মহিলা ব্রিগেডের
ছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

এএফসি মহিলা এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে উড়িয়ে দিল ভারতীয় মহিলা ফুটবল দল। ৫ গোল করলেন ভারতের প্যায়ারি জাজা।

সোমবার থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে ফিফা ক্রমতালিকায় ১২৬ নম্বরে থাকা মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা ব্রিগেড (৭০)। একদিকে পুরুষ দল নিয়ে যখন শুধুই হতাশা তখন আশার আলো দেখাচ্ছেন ব্লু-টাইগ্রেসরা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ভারত। যার জেরে ম্যাচের ৮ মিনিটের মাথায় সঙ্গীতা বাসফোরের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। তারপর থেকে মঙ্গোলিয়ার বক্সে শুধুই গোলের বন্যা।

২০ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন সৌম্যা। ২৯ মিনিটে ভারতকে ৩-০ গোলের লিড এনে দেন জাজা। ৪৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন জাজা। প্রথমার্ধ শেষ হয় ৪-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বৃদ্ধি করেন জাজারা। ৪৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন জাজা। ৫২ মিনিটে চতুর্থ এবং ৫৫ মিনিটে নিজের পঞ্চম গোল করেন তিনি। ৫৯ মিনিটের ভারতের হয়ে অষ্টম গোল করেন সৌম্যা। ৬৭ মিনিটে রিম্পা হালদারের গোলে ৯-০ গোলে লিড নেয় ভারত। ৭১ মিনিটে মালবিকা দলের হয়ে দশম গোল করেন। ৭৩ মিনিটে প্রিয়দর্শিনী নিজের প্রথম এবং ম্যাচের একাদশ গোল করেন। ৭৫ মিনিটে পেনাল্টি পায় ভারত। গোল করতে কোনও ভুল করেননি ডাংমেই। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ১৩ নম্বর গোল করেন প্রিয়দর্শিনী।

ভারত রয়েছে গ্রুপ বি-তে। ভারত ছাড়াও এই গ্রুপে আছে মঙ্গোলিয়া, ইরাক, থাইল্যান্ড এবং তিমোর লেস্তে। আগামী ২৯ জুন তিওর লেস্তের বিরুদ্ধে, ২ জুলাই ইরাক এবং ৫ জুলাই থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল।

১৩-০ গোলে জয়! মঙ্গোলিয়াকে গোলের মালা পরিয়ে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্ব শুরু ভারতের মহিলা ব্রিগেডের
IPL: আরসিবির ট্রফি জয়ের উদযাপন থেকে শিক্ষা, একাধিক কড়া নির্দেশিকা জারি করতে চলেছে BCCI
১৩-০ গোলে জয়! মঙ্গোলিয়াকে গোলের মালা পরিয়ে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্ব শুরু ভারতের মহিলা ব্রিগেডের
ENG vs IND Test: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট, ওয়াসিম আক্রমের রেকর্ড ভেঙে SENA দেশের 'রাজা' বুমরাহ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in