ENG vs IND Test: শুবমনের নেতৃত্বে প্রথম টেস্টেই হার, ভারতীয় দলের খেলায় অসন্তুষ্ট গাভাসকর!

People's Reporter: ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাঁর ইনিংসে ছিল ২১টি চার এবং একটি ৬।
ভারতীয় দলের হারে অসন্তুষ্ট গাভাসকর
ভারতীয় দলের হারে অসন্তুষ্ট গাভাসকরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ধাক্কা খেলেন শুবমন গিল। ৫ উইকেটে হারতে হল ইংল্যান্ডের কাছে। আর এই হারে রীতিমতো ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে ভারতীয় দলের মধ্যে টেস্টের মতো খেলার অভাব ছিল।

এই টেস্টে ভারতীয় দলের ব্যাটাররা ৫টি শতরান করলেও বোলাররা শেষ দিনে উইকেট তুলতে পারেননি ঠিকভাবে। একাধিক ক্যাচ ড্রপ, দুর্বল আউট-ফিল্ডিং এবং লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইংল্যান্ডের দিকে।

ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাঁর ইনিংসে ছিল ২১টি চার এবং একটি ৬। তার সাথে ক্রউলির ৬৫, রুটের ৫৩ এবং স্মিথের ৪৪ রানের ইনিংস ইংল্যান্ডকে জয় এনে দেয়।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ম্যাচের পর সোনি স্পোর্টসে বলেন, “ইংল্যান্ডকে সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে। ভারতীয় দল পাঁচটি শতরান পেয়েছে, তবুও ম্যাচ হাতছাড়া হলো, কারণ আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। তারা অতিরিক্ত রান তুলতে পারলে হয়তো পার্থক্য গড়া যেত। ফিল্ডিংও টেস্ট ক্লাস ছিল না।”

তিনি আরও বলেন, “বোলারদের দোষ দেওয়া কঠিন। পিচ ব্যাটিংয়ের জন্য আদর্শ ছিল। বুমরাহ অসাধারণ বল করেছে, কিন্তু তাঁর পাশে সমর্থন ছিল না। এটা কেবল প্রথম টেস্ট। আশা করি দল শিক্ষা নেবে।”

প্রথম টেস্টে হার নিয়ে রীতিমতো হতাশ নতুন অধিনায়ক শুবমন গিল (Shubman Gill)। তিনি বলেন, "আমরা ভেবেছিলাম ৪৩০-৪৩৫ রান তুলে ডিক্লেয়ার করে দেব। কিন্তু সেটা হয়নি। অনেক দ্রুত উইকেট পড়ে যায়। যেটা একদমই ভালো লক্ষণ নয়। ইংল্যান্ড ৫ উইকেট হারানোর পরও ভেবেছিলেম ম্যাচটা আমাদের পক্ষে আসতে পারে। কিন্তু সেটা হয়নি। আমরা একাধিক ক্যাচ ফেলেছি। লোয়ার অর্ডার ভালো খেলেনি। একদম তরুণ দল আমাদের। আশা করছি এই হার থেকে শিক্ষা নেব। আগামীদিনে দলকে আরও ভালো করতে হবে"।

ভারতীয় দলের হারে অসন্তুষ্ট গাভাসকর
ENG vs IND Test: আম্পায়ারের সামনেই অসন্তোষ প্রকাশ করার জের! ঋষভ পন্থকে শাস্তি আইসিসির
ভারতীয় দলের হারে অসন্তুষ্ট গাভাসকর
Real Oviedo: ২৪ বছর পর লা লিগায় ফিরছে রিয়াল ওভিয়েডো!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in