Haryana: নাবালিকা বক্সারকে যৌন হেনস্থার অভিযোগে মহিলা কোচের বিরুদ্ধে FIR দায়ের পরিবারের

People's Reporter: ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) ন্যাশনাল বক্সিং অ্যাকাডেমিতে। নাবালিকা বক্সারের পরিবার রোহতক থানায় এফআইআর দায়ের করেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

ভারতে ফের এক ক্রীড়াক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার একজন মহিলা কোচের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ এনেছেন এক নাবালিকা বক্সার। ইতিমধ্যেই ওই কোচের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) ন্যাশনাল বক্সিং অ্যাকাডেমিতে। নাবালিকা বক্সারের পরিবার রোহতক থানায় এফআইআর দায়ের করেছে। মহিলা কোচের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন এবং যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।

নির্যাতিতার পরিবার জানিয়েছে, কোচ একাধিকবার মেয়েটিকে চড় মেরেছেন, অপমান করেছেন এবং একবার ঘরে আটকে তার পোশাক খুলে ফেলার চেষ্টা করেছেন। এফআইআরে অভিযোগ করা হয়েছে, কোচ মেয়েটিকে ছেলেদের সঙ্গে অতিরিক্ত কথা বলার জন্য দোষারোপ করেন এবং তার ফোন কেড়ে নিয়ে পাসওয়ার্ডও জানার চেষ্টা করেন।

ঘটনার প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ধারা ১১৫ ও ৩৫১ (৩) এবং শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইনের (POCSO) ধারা ১০-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI)। তারা জানিয়েছে, ইতিমধ্যেই একটি অভ্যন্তরীণ তদন্ত করা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট বক্সার, কোচ এবং অন্যান্য কর্মীদের বক্তব্য গ্রহণ করা হয়, তবে যৌন হয়রানির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

SAI-র তরফ থেকে জানানো হয়, “আমরা এখনও FIR-এর কপি হাতে পাইনি, তবে FIR-এর ভিত্তিতে তদন্তে প্রয়োজনীয় সহায়তা করব। SAI সর্বদা খেলাধুলায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে একজন মহিলা বক্সার ই-মেইলে একটি অভিযোগ দায়ের করেন। যেখানে আয়ারল্যান্ড সফরের সময় তাঁকে মানসিক ও শারীরিক হয়রানি করার অভিযোগ করা হয়েছিল, তবে যৌন হয়রানির কোনও উল্লেখ ছিল না”।

নির্যাতিতার বাবা-মা স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁরা BFI-এর তদন্ত ও পদক্ষেপে সন্তুষ্ট নন। এর আগে ২০২৩ সালে জাতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগটের মতো ভারতের হয়ে কমনওয়েলথ ও অলিম্পিক্সে পদকজয়ী মহিলা কুস্তিগিররা। সেই মামলা আদালতে এখনও বিচারাধীন।

প্রতীকী ছবি
FIFA Club World Cup: আল-হিলালের বিরুদ্ধে ৪-৩ গোলে হার সিটির, ব্রাজিলের ক্লাবের কাছে পরাস্ত ইন্টার!
প্রতীকী ছবি
ENG vs IND Test: দলে ফিরুক কুলদীপ, নীতিশ! দ্বিতীয় টেস্টে কাকে বসানোর পরামর্শ দিলেন প্রাক্তনীরা?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in