
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ১৬-তে গোটা ফুটবল বিশ্বকে চমকে দিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল (Al-Hilal)। ইউরোপিয়ন জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে সৌদির ক্লাব। অন্যদিকে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।
ভারতীয় সময় মঙ্গলবার সকালে আল-হিলালের মুখোমুখি হয়েছিল ১০ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি। ৯ মিনিটের মাথায় বার্নার্ডো সিলভার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় সিটি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটের মাথায় সমতা ফেরান আল-হিলালের মার্কোস। ৫২ মিনিটের মাথায় সৌদির ক্লাবকে ২-১ গোলে লিড দেন মালকম। ৩ মিনিটের মধ্যে সিটিকে সমতায় ফেরান হালান্ড। নির্ধারিত সময় ২-২ ব্যবধানেই শেষ হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৪ মিনিটের মাথায় ৩-২ গোলে এগিয়ে যায় আল-হিলাল। ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে ফের ম্যাচে সমতায় ফেরে সিটি। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১১২ মিনিটে মার্কোসের গোলে জয় নিশ্চিত করে আল-হিলাল। সৌদির এই ক্লাবটি ২০২২ সালে রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল।
অন্যদিকে, ইন্টার মিলানকে ২-০ গোলে পরাজিত করে সকলকে অবাক করেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। ম্যাচের ৩ মিনিটের মাথায় জার্মান কানোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি। গোটা ম্যাচে ১৬টি শট নিয়েও গোল পরিশোধ করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ রানার্সরা। বরং ইনজুরি টাইমে ৯০+৩ মিনিটের মাথায় ফ্লুমিনেন্সের হয়ে ব্যবধান বাড়ান হারকিউলেস।
শেষ আটে আল-হিলালের মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স। পাশাপাশি আজ মধ্যরাতে জুভেন্টাসের বিরুদ্ধে নামবে ৫ বারের ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।