FIFA Club World Cup: আল-হিলালের বিরুদ্ধে ৪-৩ গোলে হার সিটির, ব্রাজিলের ক্লাবের কাছে পরাস্ত ইন্টার!

People's Reporter:শেষ ১৬-তে গোটা ফুটবল বিশ্বকে চমকে দিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল (Al-Hilal)। ইউরোপিয়ন জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে সৌদির ক্লাব।
ফ্লুমিনেন্স (বামদিকে) ও আল-হিলাল (ডানদিকে)
ফ্লুমিনেন্স (বামদিকে) ও আল-হিলাল (ডানদিকে)ছবি - সংগৃহীত
Published on

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ১৬-তে গোটা ফুটবল বিশ্বকে চমকে দিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল (Al-Hilal)। ইউরোপিয়ন জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে সৌদির ক্লাব। অন্যদিকে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।

ভারতীয় সময় মঙ্গলবার সকালে আল-হিলালের মুখোমুখি হয়েছিল ১০ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি। ৯ মিনিটের মাথায় বার্নার্ডো সিলভার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় সিটি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটের মাথায় সমতা ফেরান আল-হিলালের মার্কোস। ৫২ মিনিটের মাথায় সৌদির ক্লাবকে ২-১ গোলে লিড দেন মালকম। ৩ মিনিটের মধ্যে সিটিকে সমতায় ফেরান হালান্ড। নির্ধারিত সময় ২-২ ব্যবধানেই শেষ হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৪ মিনিটের মাথায় ৩-২ গোলে এগিয়ে যায় আল-হিলাল। ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে ফের ম্যাচে সমতায় ফেরে সিটি। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১১২ মিনিটে মার্কোসের গোলে জয় নিশ্চিত করে আল-হিলাল। সৌদির এই ক্লাবটি ২০২২ সালে রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল।

অন্যদিকে, ইন্টার মিলানকে ২-০ গোলে পরাজিত করে সকলকে অবাক করেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। ম্যাচের ৩ মিনিটের মাথায় জার্মান কানোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি। গোটা ম্যাচে ১৬টি শট নিয়েও গোল পরিশোধ করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ রানার্সরা। বরং ইনজুরি টাইমে ৯০+৩ মিনিটের মাথায় ফ্লুমিনেন্সের হয়ে ব্যবধান বাড়ান হারকিউলেস।

শেষ আটে আল-হিলালের মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স। পাশাপাশি আজ মধ্যরাতে জুভেন্টাসের বিরুদ্ধে নামবে ৫ বারের ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ফ্লুমিনেন্স (বামদিকে) ও আল-হিলাল (ডানদিকে)
FIFA Club World Cup: 'মেসি হারেননি, হেরেছে ইন্টার মিয়ামি' - কেন এমন বললেন প্রাক্তন তারকা?
ফ্লুমিনেন্স (বামদিকে) ও আল-হিলাল (ডানদিকে)
De Villiers: কেন ৫ টেস্টের জন্য প্রস্তুত করা হল না বুমরাহকে? BCCI-র ভূমিকায় অসন্তুষ্ট ডি ভিলিয়ার্স!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in