
পিএসজির বিরুদ্ধে ইন্টার মিয়ামির ৪ গোল হজম করা নিয়ে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন তারকা সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। তাঁর মতে মেসি হারেননি, হেরেছে ইন্টার মিয়ামি। গোটা খেলায় মেসি শুধুমাত্র মূর্তিদের সাথে খেলেছেন বলেই মত ইব্রাহিমোভিচের।
‘ফুট মারকাটো’ -কে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, মেসির পারফরম্যান্স নয় বরং তাঁর আশপাশের খেলোয়াড়দের মান নিয়েই আসল প্রশ্ন উঠছে। মেসির পরাজয়? না, না, এটা মেসির দোষ নয়! মেসি হারেনি, হেরেছে ইন্টার মিয়ামি। দলটিকে দেখে মনে হবে মেসি কোনো খেলোয়াড় নয়, মূর্তিদের সাথে খেলছেন।
তিনি আরও বলেন, “যদি মেসি পিএসজি, ম্যানচেস্টার বা অন্য কোনো বড় দলে খেলত, তাহলে প্রকৃত সিংহকে দেখতে পাওয়া যেত। তিনি খেলছেন কারণ খেলা ভালোবাসেন। তিনি এখনও যা পারেন তা ৯৯% খেলোয়াড় পারেন না।”
ইন্টার মিয়ামির খেলোয়াড়দের মান নিয়েও কড়া সমালোচনা করেন ইব্রাহিমোভিচ। তিনি জানান, “কোনো ভালো কোচ নেই, কোনো তারকা নেই এমনকি এমন খেলোয়াড়ও নেই যারা বল ছাড়া নড়াচড়া করতে জানে! আপনি মেসিকে দোষ দিতে চান? কখনোই না। একটা ভালো দল পেলে মেসি আবারও স্টেডিয়াম মুগ্ধ করে দেবেন। কারণ মেসি এখনও মেসি।”
প্রসঙ্গত, রবিবার ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইন্টার। ৬ মিনিটের মাথায় জোয়াও নেভেসের অসাধারণ হেডে এগিয়ে যায় পিএসজি। এরপর ৩৮ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানেই ছিল ম্যাচ। তারপর থেকে মাত্র ১০ মিনিটের মধ্যে আরও ৩ গোল হজম করে মেসির দল।
৩৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন জোয়াও নেভেস। ৪৪ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন মিয়ামির টমাস। প্রথমার্ধের ইনজুরি টাইমে দলের চতুর্থ গোল করেন আশরফ হাকিমি। মেসি একাধিক চেষ্টা করলেও গোল করতে পারেননি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন