De Villiers: কেন ৫ টেস্টের জন্য প্রস্তুত করা হল না বুমরাহকে? BCCI-র ভূমিকায় অসন্তুষ্ট ডি ভিলিয়ার্স!

People's Reporter: ডি ভিলিয়ার্স বলেন, বুমরাহ সম্ভবত এই মুহূর্তে সব ফর্ম্যাট মিলিয়ে বিশ্বের সেরা পেসার। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা অত্যন্ত কঠিন।
দ্বিতীয় টেস্টে বুমরাহ-র খেলা নিয়ে অনিশ্চয়তা
দ্বিতীয় টেস্টে বুমরাহ-র খেলা নিয়ে অনিশ্চয়তাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শুধুমাত্র তিনটি টেস্টে জসপ্রীত বুমরাহকে খেলানোর ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাঁর মতে, এই সিদ্ধান্তে 'অব্যবস্থাপনা'র ছাপ রয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে বেশ চাপে রয়েছে ভারত। এরই মধ্যে শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত অনেককেই ভাবাচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, “বুমরাহ সম্ভবত এই মুহূর্তে সব ফর্ম্যাট মিলিয়ে বিশ্বের সেরা পেসার। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা অত্যন্ত কঠিন। টেস্ট ক্রিকেটই খেলার শীর্ষস্থানীয় ফর্ম্যাট। এই সিরিজে পাঁচটি টেস্ট খেলার জন্যই তাঁকে প্রস্তুত করার অনেক সুযোগ ছিল।”

ডেল স্টেইনের উদাহরণ টেনে ডি ভিলিয়ার্স বলেন, “স্টেইনের ক্ষেত্রেও আমরা এমনটাই করতাম। কম গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বা ওয়ানডে সিরিজে ওকে বিশ্রাম দিতাম, যাতে সে বড় টেস্ট সিরিজগুলোর জন্য প্রস্তুত থাকে। যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারতের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত না এটা টিম ম্যানেজমেন্টের অব্যবস্থাপনা নাকি তাঁর ইনজুরি থেকে ফিরে আসার পর টানা ৫ টেস্ট খেলতে কোনো চিকিৎসকের পরামর্শ রয়েছে। যদি দ্বিতীয়টা হয়, তবে সেটা মেনে নেওয়া উচিত”।

কয়েকদিন আগেই বুমরাহকে খেলানোর পক্ষে সওয়াল করেছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছিলেন, “বুমরাহ বলেছেন তিনি সিরিজে তিনটি ম্যাচ খেলবেন। এখন প্রশ্ন হলো, কোন তিনটি খেলবেন? আমার মনে হয় তিনি লর্ডসে খেলতে চাইবেন, সেক্ষেত্রে যদি কোনও ম্যাচে বিরতি নেন, তবে সেটা হবে দ্বিতীয় টেস্ট। যদি তেমনটা হয় তাহলে এটি বিপজ্জনক সিদ্ধান্ত হতে পারে। কারণ যদি দ্বিতীয় ম্যাচেও হার হয়, ভারত ২-০ ব্যবধানে পিছিয়ে পড়বে। আমি মনে করি তাঁকে এই ম্যাচে খেলতেই হবে।”

দ্বিতীয় টেস্টে বুমরাহ-র খেলা নিয়ে অনিশ্চয়তা
ICC: লাল থেকে সাদা, দুই বলের ক্রিকেটেই একাধিক নয়া নিয়ম চালু আইসিসির! দেখুন একনজরে
দ্বিতীয় টেস্টে বুমরাহ-র খেলা নিয়ে অনিশ্চয়তা
ENG vs IND Test: কোনও অজুহাত নয় - দ্বিতীয় টেস্টের আগে গম্ভীরকে বার্তা প্রাক্তন ক্রিকেটারের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in